দেশে অভাব চলছে, মানুষ না খেয়ে মারা যাচ্ছে। চাল ডাল পিয়াজ, সব কিছুর দাম আকাশ ছোয়া............
এতই যদি সমস্যা হয়, তাহলে রেষ্টুরেন্টে এত ভিড় কেন? ঢাকা কক্সবাজার ট্রেনের টিকেট মাত্র ৫ মিনিটেই শেষ হয়ে যাচ্ছে কেন? যে ট্যুর কোম্পানি গুলি বিদেশ ট্যুরের প্যাকেজ নিয়ে কাজ করে তারা কাজ করতে করতে হাপিয়ে উঠছে কেন?
.
আচ্ছা বলেনতো লাষ্ট কবে রেষ্টুরেন্টে গিয়েই বসার জন্য সিট পেয়েছেন? আমিতো কখনোই ২০/৩০ মিনিট না দাড়িয়ে থেকে বসতে পারিনি। এতই যদি সমস্যা থাকে তাহলে এই লাইনে থাকা মানুষগুলি কারা? এরাই রেষ্টুরেন্টে ৩ হাজার টাকা বিল দিয়ে ২শত টাকা টিপস দিয়ে গলির মোর থেকে পিয়াজ কিনে ফেইসবুকে লেখে "আর পারছিনা ভাই"
.
ঢাকা কক্সবাজার ট্রেনের টিকেট কিনার জন্য অনেককেই অপেক্ষা করতে দেখছি কিন্তু নিমিষেই শেষ হয়ে যাচ্ছে তাই কিনতে পারছেনা। বিমানের টিকেটেরও একি অবস্থা, আপনি এক সপ্তাহের কোন টিকেটই পাবেন না। হোটেল গুলিতে রুম নেই, যে মানের হোটেলই হোক না কেন।
ভাবতে পারেন, রয়েল টিউলিপের একটা রুমের ভাড়া ৮০ হাজার টাকা অথচ এই রুমে থাকলে হলে আপনাকে মিনিমাম এক মাস আগে বুকিং করতে হবে!
যারা কক্সবাজার সাজের থেকে ঘুরে এসে ১০/১৫ হাজার বা তারও বেশি টাকা খরচ করেছে, তারাই ঘুরা ফেরার ছবি শেয়ার করার শেষে ছোট্ট করে একটু হতাশ হয়ে বলে "আলুর দাম ৮০ টাকা"
.
বছরে কয়েকবার বিদেশ ট্রুর দেয়া মানুষটাও কাচা মরিচের বাজার নিয়ে কথা বলে হাই হুতাশ করে, ভাইরে বিদেশ ঘুরতে গিয়ে ৫০ হাজার খরচ করতে পারলে বাজার নিয়ে এত হতাশার কি আছে? ফালতু খরচ না করলেইতো বছর শেষে কিছু টাকা সেভিংস থাকতো যা দিয়ে আরাম করে পরের বছরটা শেষ করে দেয়া যেতো।
.
আমরা রেষ্টুরেন্টে সপ্তাহে কম করে হলেও একদিন খাবো, দেশের ভিতরে কম করে হলেও ২ মাসে একবার ট্যুর দেবো, বছরের শেষের দিকে বিদেশে বেড়াতে যাবো। আবার প্রতিদিন "সব শেষ বলে চিল্লা ফাল্লাও করমু"
.
আপনি মালয়েশিয়া সিঙ্গাপুর থাইল্যান্ড ঘুরতে গেলে মনেই হবেনা দেশের বাহিরে আছেন, ঠিক যেনো ঢাকার বাহিরে কোন শহরে আছেন মনে হবে। এতএত বেশি পরিমান বাংলাদেশি এইসব দেশে ঘুরতে যায়।
ইন্ডিয়ার কথা বাধই দিলাম, কলকাতাতো লোকাল লোকের চেয়ে বেশি বাংলাদেশি পর্যটক।
ইউরোপের ফ্লাইটগুলিতে খুজ নেন, কম করে হলেও ২০% যাত্রী শুধুই ঘুরতে যাচ্ছে। আইফেল টাওয়ারের আসেপাশে অনেক বাংলাদেশি পর্যটক দেখেছি যারা শুধুই ঘুরতে গেছে দেশ থেকে। সুইজারল্যান্ড নেদারল্যান্ড সব যায়গাতে একই অবস্থা।
.
যারা নিত্য পন্যের দাম বাড়ার জন্য চিল্লা ফাল্লা করতেছে তাদের ফেইসবুকে স্ক্রল করে দেখেন, বেশিরভাগই উপরের লিষ্টের মানুষ। এরা শুধুই এটেনশনের জন্য এইসব করে বেড়াচ্ছে।
.
তারমানে কি দেশের মানুষ খারাপ নেই? অবশ্যই খারাপ আছে, বাস্তব চিত্র অনেক বেশি খারাপ। তবে যারা কষ্টে আছে তাদের না আছে স্মার্টফোন না আছে ফেইসবুক আইডি, এই মানুষগুলি শুধুই আকাশের দিকে তাকিয়ে চোখের পানি ফেলছে। এমন প্রতিবাদের ভাষা আমি আপনি না বুজলেও এমন এজন বুজে নিচ্ছে যার কাছে কোন কিছু মুখ খুলে বলতে হয়না। এমন নিরব অভিযোগের পরিনতি অনেক খারাপ ভয়াবহ রকমের খারাপ।
সর্বশেষ এডিট : ০৬ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ২:৫০