Leonardo DiCaprio নিঃসন্দেহে একজন ভালো অভিনেতা তাতে কোনো সন্দেহ নেই । রোমিও- জুলিয়েট মুভিতে অভিনয় করার পর টাইটানিক মুভি দিয়েই তার পরিচিতি শুরু। কিন্তু আবার এই টাইটানিক মুভি টাই তার যেন মুভিতে ক্যারেক্টার ফিক্সড করে দিয়েছে





Titanic:
মুভিটা দেখেননি এমন কেউ মনে হয় নেই। প্রেমিকা রোজ কে বাঁচাতে যেয়ে নিজে মরে যান



The Departed:
অস্কার জয়ী এই মুভিতে লিওনার্দো থাকেন একজন স্পাই


Blood Diamond:
স্মাগলার এর ভুমিকাতে অভিনয় করা এই মুভিতে ডিকাপ্রিও হীরার পিছনে ঘুরে বেরান। হীরার আসল সন্ধান জানা সলোমান ভ্যানডির সাথে হীরা খুজতে গিয়ে শেষে গুলি খেয়ে প্রান হারান


Body of Lies
সিআইএ এজেন্ট হিসেবে অভিনয় করা এই মুভিতেও শেষে ধরা খেয়ে মৃত্যুর দোরগোড়ায় পৌঁছে যান। অবশ্য শেষ মুহূর্তে তাকে উদ্ধার করা হয় জীবিত অবস্থাতেই । কিন্তু শারীরিক অত্যাচার তাকে যে ভাবে করা হয়েছে তাতে পুরোপুরি হ্যাপি এন্ডিং বলা যায় না!!


Shutter Island
অসাধারন টুইস্টের একটি মুভি। শেষ দেখার আগে মনেই হয়নি এমন হতে পারে

Inception
নোলান বস এর মুভি !! পুরো মুভিতেই নিজের মৃত ওয়াইফের সাথে 'যুদ্ধ' করা তাকে শেষ পর্যন্ত অবশ্য দেখা যায় নিজের ছেলে মেয়েদের কাছে ফিরে যেতে। সেই বিখ্যাত ''ঘুরনি'' টি তখনও ঘুরছিল !!! :-&
সর্বশেষ এডিট : ২৭ শে জুলাই, ২০১২ রাত ১০:৫৭