এখন আমার দুঃখ বারোমাস
রাত্রি জাগা ভাদ্র মাসের কুকুর
নিত্য করি দুঃখ ঘাসের চাষ
হেজিয়ে যাওয়া নষ্ট পচা পুকুর।
এখন আমি স্বপ্ন দেখি ভুল
জলে ভাসাই শূন্য মেঘের ধূলি,
চোখে জ্বালাই ব্যার্থ বুকের আগুন
যা ছুয়েছি তা হয়ে যায় ভুল।
এখন আমার দিনগুলো খুব বোবা
আঁকড়ে ধরে বুকের পাঁজর ভাঙে,
মড়মড়িয়ে শব্দ গুলি গুনি,
রাত প্রহরে তোমার পতন শুনি।
স্খলিত আচল তোমার লুটায়
পশম শূন্য বুকের জমিনে
নিশিথ রাতে আমার বাতাস কাদে
ম্লান জোছনার ব্যথার বিনিময়ে।
সর্বশেষ এডিট : ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৫ ভোর ৬:৫৩