ওরা শহীদ মিনার ভাংগে নাই
আমার বুক ভেংগেছে।
আমার অস্তি মজ্জা গুড়িয়ে দিয়েছে
আমাকে খন্ড বিখন্ড করেছে।
ওরে ও হার্মাদের দল
আমার ভাষা আজো দৃঢ় প্রত্যয়ে জাগ্রত
আজো হুংকার তোলে আসমানে জমিনে
জাগো বাহে কুনঠে সবাই চিৎকারে
পাপিষ্ঠের আন্তরে হানে বজ্রাঘাত।
ওরে তঞ্চক ওরে প্রবঞ্চক
যে হাতে তোর হাতুড়ি চলে
সে হাত পুড়বে প্রতিশোধের শিখায়।
সালামের মুষ্ঠাঘাতে চৌচির হবে
শয়তানের চৌহদ্দি।
আমি জেগে রবো,
দিপ্তমান জ্বলন্ত সুর্যের মতো
অনন্তকাল কাটিয়ে দেয়া
বর্ষার এক ফোটা অমিয়ধারার লাগি
চাতক পাখির ন্যায়।
আমার ভায়ের মিনার যারা গুড়িয়ে দিলো
তাদের হত্যার দায়ে।
সর্বশেষ এডিট : ২২ শে ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১০:৫৩