অনন্তকাল ধরে অপেক্ষমাণ প্রেমিকের
মৃতদেহ দেখার অভিশাপে অভিশপ্ত তুমি।
ভাষহীন চোখের তৃষিত প্রতিক্ষার প্রতিচ্ছবি,
যা নিভে গিয়েছিল ধীরে ধীরে।
সমুদ্রের গর্জনে ডুবে গিয়েছিল সে প্রতিশ্রুতি,
জোনাকির আলোয় লেখা অমলিন দিব্যি,
হৃদয়ের গভীরে রয়ে গেছে রুদ্ধস্বরে
ক্ষনিক দেখার একান্ত কামনায়।
তুমি শুনতে পাবে বাতাসের কান্না?
বৃষ্টির ফোঁটায় মিশে থাকা দীর্ঘশ্বাস?
তোমার অপেক্ষায় অপেক্ষমাণ যে
আজ সে সময়ের অতল গহ্বরে,
যেখানে কেবল ছায়ারাই ফিসফিসিয়ে ডাকে
মৃত্যুর দুতে দায় হানা।
অভিশপ্ত তুমি, তবু অপেক্ষা করো,
অনন্তকাল ধরে , অনন্ত সময়ের বেদনা নিয়ে ।
একদিন হয়তো ফিরব
ভগ্ন শপথের ধুলো মেখে,
নিঃশব্দে- মৃত্যুর দুত হয়ে।
সর্বশেষ এডিট : ০২ রা ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১:৩৬