এখন আমার যেকোনো ফুলই ভালো লাগে,
দিন শেষে সবই যে ঝরে যায়।
এখন আমার অস্ত যাওয়া দিনকে ভালো লাগে,
কারণ দিনের অস্তগামীতা আধারকে নিমন্ত্রণ করে।
ঘন কালো ঘোর আধারের অমাবস্যা।
এখন আমার মৃত্যু খুব কাছের মনে হয়,
জীবনের স্পন্দন থেমে যাওয়ার ভয়ে
চমকে উঠি না বা পালিয়ে বেড়াই না।
এখন আমার আমাকে খুব ভালো লাগে,
আমার হারিয়ে যাওয়া অতীতকে না।
এখন আমার তোমায় ভালো লাগে না।
এখন আমার স্বপ্নগুলোকেও আর ডাকতে ইচ্ছে করে না,
কারণ স্বপ্নরাও শেষমেশ ভাঙার দলে নামে লেখায়।
এখন আয়নার সামনে দাঁড়িয়ে শুধু নিজেকেই দেখি,
নিসংগ, একাকী -তবু হারিয়া যাবার ভয় পাই না ।
এখন আমার আকাশও শূন্য মনে হয় না,
কারণ মেঘেরা জানে কখন কোথায় ভেসে যেতে হয়।
এখন আমি কাঁদলে চোখের জল ঝরে না,
কারণ কান্নায়ও ক্লান্তি আসে একদিন।
আমার তোমার কথা ভাবতে একটুকু ভালো লাগে না,
তোমার স্মৃতি বুকে আমার বড্ড ভারী লাগে।
এখন আমার ভালো না লাগার এই একলা সময়টাই ভালো লাগে,
কারণ এর চেয়ে হারানোর আর কিছুই নেই।
সর্বশেষ এডিট : ১১ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ১০:৫৪