( ২০১০ সালের কথা। তখন মাঝে মাঝেই কবিতা লিখছি এই ব্লগে ...। হঠাৎ করে ইচ্ছে হলো, ব্লগে ভিন্ন একটি নিক খুলে সেখানে বৃষ্টি বিষয়ক সবগুলো কবিতা একত্র করে রাখবো।
তো যেই ভাবা, সেই কাজ। খোলা হয়ে গেলো একটি নতুন ব্লগ নিক - "বৃষ্টি তোমাকে দিলাম"! ..... সেই নিক থেকে বৃষ্টি বিষয়ক যে কবিতাগুলো পোস্ট করেছিলাম, তারই একটি আজ, এই বৃষ্টি ভেজা দিনে, এখানে পুনরায় পোস্ট করলাম। ) ....
বৃষ্টিরা অধঃমূখী হলে -
....................
বৃষ্টিরা অধঃমূখী হলে -
বুঝে নেই চোখ তোমার
সারাদিন আজ দূরগামী-
সুদূর নীলিমা সেঁচে
খুঁজছো সারাদিন তুমি
রত্ন-তুল্য এক
হারানো ঝিঁনুকের স্মৃতি।
বৃষ্টিরা নতমুখী হলে-
বুঝে নেই দৃষ্টি তোমার-
দ্বিধায়, নতমুখে দেখছে নহর,
কেমন স্রোতেরা যায়-
ধুয়ে মুছে সারাদিন
ভ্রান্তির অবসাদ
একদলা, স্মৃতিময় মাটি।
বৃষ্টিরা এলোমেলো হলে-
বুঝে নেই, চোখ তোমার
কী প্রবল টলোমলো আজ
কী নিবিড় প্রার্থনায়
বিরান রাত্রি জুড়ে ঝরে জল-
থোকা থোকা গোলাপও থাকে
বিষন্ন প্রবল-
বেদনার্ত বাগানের বুকে।
বৃষ্টিরা হঠাৎ সকালে
সিক্ত করলে এ শহর
বুঝে নেই বৃক্ষ এক
রিক্ত হয়েছে নিদারুণ !
খুব বেশি খুঁজছে সে হারানো সবুজ
ঝরে পড়া, পল্লবে পল্লবে।
বৃষ্টিরা কাছের হলে
বুঝে ফেলি-
শেষাবধি আজো তুমি, কতোটা দূরের !
কতোবার-
তুমিহীন, নগরী আমার
প্রতিদিন
খরায় কেঁদেছে -
কতোবার-
তুমিময় এই বুক
তুমি ছাড়া
নীরবে ভিজেছে !
......................
১. ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২২ রাত ১০:২৮ ১
অনেক সুন্দর কবিতা ভাইয়া।