এমন বোকাও হয় কি মানুষ! (একটি মাকাল ফলিত বিজ্ঞান কাব্য)
এমন বোকাও হয় কি মানুষ!
নিজের গায়ে ঝোল টেনে নেয়!
লাফ দে ওঠে, বেষম ছোটে
বন বাদাড়ে হেথায় হোথায়!
থুবড়ে পড়ে মাটির পরে,
গুমরে মরে নিজের মনে,
কামড়ে ধরে যা যেখানে,
লেংড়ে চলে ঘরের কোনে।
মাথায় তোমার গবেট পোরা,
খাতায় তোমার ঘোড়ার ডিম,
লিখছো কিছু আবোল তাবোল,
হচ্ছে যা তা মগজহীন!
নিজের মনেই স্বপ্নে ওড়ো,
নিজেই গড়ো তাসের... বাকিটুকু পড়ুন