নিভে যাওয়া সূর্য হাতে নিয়ে
দাঁড়িয়ে আছো তুমি মহাকালের অন্ধকারে
হিমযুগের শুভ্র কুয়াশার ফ্যাকাশে আলো তোমাকে ঘিরে
আর আমি?
নিস্তেজ চাঁদের ঝলসানো রুটি মুখে পুরেছি
খানিক আগে, হাঁটছি অজানা কক্ষ পথে।
তুমি তো ক্ষুধার্ত তাই না?
দেরী করো না, সদ্যমৃত সূর্যটাকে খেয়ে ফেলো
গরম গরম
ভাপাপেঠার স্বাদ পেলেও পেতে পারো।