পুরো কাজটাই ফটোশপ সি এস ৫ এ করা। আগের ভার্শনের ফটোশপে ঠিক মত সব অপশন নাও থাকতে পারে।
৬৫ মেগা বাইটের ফটোশপ সি এস ৫ ডাউনলোড করুন এখান থেকে
আজ ফটোশপের যে টিউটোরিয়ালটি দেখাব, সেটা খুবই সুন্দর, পার্সোনাল ফেভারিট। প্রফেশনাল এডিটর রা হরহামেশাই এই ইফেক্ট টা ব্যবহার করেন।
এই এডিটিং এর পর যে ছবিটি আমরা পাবো, সেটি হবে এরকম।
চলুন শুরু করি।
*** মূল ছবিটা ছিল এরকম।
এটাকে আমরা এখন এডিট করব।
*** প্রথমে ছবির লেয়ার টা ডুপ্লিকেট করুন। কিভাবে করবেন ??? cntrl + j চাপুন। লেয়ার ডুপ্লিকেট করার পর ছবিটা হবে এরকম।
এই টিউটোরিয়ালে আরও অনেকবার ডুপ্লিকেট লেয়ার বানাতে হবে। তাই যখনই বলা হবে ' ডুপ্লিকেট লেয়ার বানান' তখনই cntrl + j চাপুন। বোঝা গেছে ব্যপারটা???
*** এবার লেয়ার মুড টা চেঞ্জ করে Overlay করে দিন। বুঝতে না পারলে চিত্রে দেখুন।
***আবার লেয়ার ডুপ্লিকেট করুন। লেয়ার মুড Screen করে দিন। বিস্তারিত ছবিতে।
*** এবার Layer > Merge Visible । ফলে সব লেয়ার এক হয়ে যাবে। দেখুন, একটা মাত্র লেয়ার আছে এখন।
*** এরপর Image > Adjustments > Levels । এখানে আর জি বি, রেড এবং ব্লু চ্যানেল টা ঠিক করতে হবে। আপনাদের সুবিধার্থে সবগুলারই ছবি পর পর দেয়া হল। ছবির দেয়া ডিজিট ইনপুট করুন।
*** আবার লেয়ার ডুপ্লিকেট করুন। এখন Filter > Blur > Gaussian Blur । রেডিয়াস হবে ৩০ পিক্সেল। ছবিতে দেখুন।
লেয়ার মুড Multiply করে দিন। কিভাবে করতে হবে আগে দুইবার বলা হয়েছে। ছবিতেও দেখানো হয়েছে। তাই আর ছবি দিলাম না। কেউ না বুঝলে আওয়াজ দিয়েন। ছবি দিয়া দিমুনে।
*** আআআআআআআআআআআআআরেকবার লেয়ার ডুপ্লিকেট করেন। লেয়ার মুড Soft Light করেন। এটারও ছবি দিলাম না। পারবেন আশা রাখি যদি ভালো করে পড়ে থাকেন। না পারার কিছু নাই।
কাম শেষ। এইবার চলেন একটু বর্ডার দেই।
*** বর্ডার দিতে হইলে আরও একবার লেয়ার ডুপ্লিকেট করেন। লেয়ার মুড Normal করে দেন।
*** Rectangular Marquee Tool সিলেক্ট করেন। কোথায় পাবেন এটা??? ছবিতে দেখেন।
ছবির চারিদিকে একটু জায়গা ছেড়ে স্কোয়ার আঁকুন।
*** এবার Delete বাটন এ চাপ দিন। তারপর Ctrl+D চাপুন
*** এখন Layer > Layer Style > Stroke
ছবির সব ডাটা ইনপুট করুন।
ব্যস , কাজ শেষ, কেমন হল আপনারটা ????
আমি ফটোশপের এই ইফেক্ট ব্যবহার করে আমি আমার হবু বউ এর একটা ফোটোও এডিট করেছি যেটা তার অনুমতি সাপেক্ষে এখানে দিচ্ছি।
এখন আসি এই টিউটোরিয়াল এর কিছু কথায়ঃ
এটা মেইনলি portrait ছবির জন্য। একটু বেশি কালারফুল ছবিতে ইফেক্ট টা ভালো কাজ করে।
আশা করি আপনাদের ভালো লেগেছে।
অবশ্যই আপনার মতামত জানাবেন।
কাজ টা খুবই সোজা।
৫-৭ মিনিট লাগবে একবার প্র্যাকটিসের পর।
ধন্যবাদ।
আমার তলা কিছু ছবি, আর কিছু ফটোশপের টিউটোরিয়াল দেখতে পারেন নিচের লিঙ্ক গুলাতে।
নতুন ডি এস এল আর টাতে আমার তোলা ব্র্যান্ড নিউ কিছু ছবি। দেখুন তো কেমন হয়েছে
ক্লিক ক্লিক ক্লিক পার্ট- ৩
আমার দ্বিতীয় চোখে--- ২ (ছবি ব্লগ)
ক্লিক ক্লিক ক্লিক
ফটোশপে ছবির নির্দিষ্ট কিছু অংশ ঝাপসা ( ব্লার) করা '''টিউটোরিয়াল পুষ্ট(ছবি সহ)'''
ফটোশপে ছবির কিছু অংশ সাদাকালো আর কিছু অংশ কালার করা (টিউটোরিয়াল পুষ্ট) সচিত্র বর্ণনা সহ
ফটোশপে রঙের খেলা ( ছবিসহ টিউটোরিয়াল)
সর্বশেষ এডিট : ১৫ ই জুন, ২০১২ রাত ১১:০১