আজ দেখাবো কিভাবে ফটোশপে ছবির কিছু অংশ সাদাকালো আর কিছু অংশ কালার করতে হয়।
উদাস যুবক এবং মাইনাচ ভাই এটা জানতে চেয়েছিলেন।
ফটোশপ নিয়ে আমার আরেকটি পুষ্ট ফটোশপে ছবির নির্দিষ্ট কিছু অংশ ঝাপসা ( ব্লার) করা '''টিউটোরিয়াল পুষ্ট(ছবি সহ)'''
যাহোক, শুরু করা যাক।
*** প্রথমে ফটোশপ খুলে একটি ছবি ওপেন করুন। আমি এখানে আমার একটি ছবি নিয়ে কাজ করেছি। এক ঢিলে দুই পাখি মারা আর কি !!!
*** এবার নিচের ছবিতে দেখানো জায়গায় ক্লিক করে মাস্ক মুড অন করুন।
*** এবার আমরা আমাদের রঙ্গিন ছবিটিকে আগে সম্পূর্ণ সাদাকালো করে নিবো।
layer >> new adjustment layer >> black and white
নিচের ছবির মত একটি বক্স আসবে, ওকে করুন।
রেজাল্ট আসবে নিচের ছবিটির মত।
*** এবার ব্রাশ টুল সিলেক্ট করুন। ছবির চিহ্নিত অংশে ক্লিক করে।
খেয়াল রাখবেন ফোরগ্রাউণ্ড যেন ব্লাক, আর ব্যাকগ্রাউন্ড যেন হোয়াইট থাকে। সহজ কোথায় যেন নিচের ছবির চিহ্নিত অংশের মত হয়।
এরপর ব্রাশ এর সাইজ ঠিক করে নিয়ে যেখানে যেখানে কালার ফিরিয়ে আনতে চান, সেখানে সেখানে ঘষুন। এক্ষেত্রে হার্ডনেস ১০০ রাখলে ভালো ফল পাবেন।
ব্যাস, কাজ শেষ।
*** ফাইনাল রেজাল্ট এরকম
**** সেভ করুন
আরেকটি পদ্ধতিঃ
১। যেকোন ছবি Open করে Image menu > Adjustments > Black & White... করুন। শর্টকাট হলো Alt+Shift+Ctrl+B । ছবি সাদা-কালো হয়ে যাবে।
২। এরপর History Brush Tool নিন। শর্টকাট হলো Y । পছন্দমত স্থানে ঘসতে থাকুন।
কেমন লাগলো জানাতে ভুলবেন না। কেউ কোথাও আটকে গেলে জানাবেন। আমার কাজ টা ফটোশপ সি এস ৫ এ করা।
বিশেষ দ্রষ্টব্যঃ কাজটা করতে সর্বোচ্চ ২ মিনিট লাগবে। এখানে বিস্তারিত বর্ণনা দেয়ায় বেশি মনে হচ্ছে।
এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে দামি ১০ টি গাড়ি দেখে নিন (দেখতে টাকা লাগবে না ) সংগ্রহে রাখার মুতন পুষ্ট
মারাত্মক কিছু অপটিক্যাল ইল্যুশন যার অনেক গুলোই আপনি দেখেননি
ক্লিক ক্লিক ক্লিক
কন্টাক্ট লেন্স। আমার মত যারা চশমা পছন্দ করেন না, বা চশমা পরতে ভালো লাগেনা, তাদের জন্য এক বিকল্প।
এক্স ফ্যাক্টর (ছবি ব্লগ) - ভালবাসার এ টু জেড (শুধুমাত্র যাদের গার্ল ফ্রেন্ড নেই তাদের জন্য আলোকবর্তিকা)
গিফট গিফট গিফট ( যারা কি গিফট দিবেন ভেবে পাচ্ছেন না,এখান থেকে একটা দিয়ে দিন)