অনেকেই চান, ছবির নির্দিষ্ট কিছু অংশ ব্লার ( ঝাপসা) করতে, বাকি অংশ স্পষ্ট রাখতে। ফটোশপে এটা সহজেই করা যায়। চলুন দেখে নেই, কিভাবে এটা করা যায়। স্যাম্পল হিসেবে আমি আমার একটা ছবি ব্যবহার করছি।
***প্রথমে ফটোশপে ছবিটা খুলুন।
cntrl + j চাপুন। নতুন একটা লেয়ার তৈরি হবে।
*** এরপর filter >> blur >> gaussian blur কতটুকু ব্লার করতে চান, সেট করে দিন। ওকে করুন।
*** এবার একটা লেয়ার মাস্ক যোগ করুন। (ছবিতে দেখানো জায়গায় ক্লিক করলেই লেয়ার মাস্ক টি যোগ হবে )
লেয়ার মাস্ক যোগ করার পর ছবিটি হবে এরকম।
*** এবার ব্রাশ সিলেক্ট করুন।
তারপর ব্রাশ এর সাইজ ঠিক করে নিন। তারপর ব্রাশ দিয়ে যে অংশটুকু স্পষ্ট রাখতে চান, সে অংশে ঘষুন । দেখবেন ঐ অংশটুকু ক্লিয়ার হয়ে যাচ্ছে।
(তবে এক্ষেত্রে খেয়াল রাখবেন ফোর গ্রাউণ্ড কালার কালো হবে। আর ব্যাক গ্রাউণ্ড কালার সাদা হবে। নিচের ছবিতে দেখুন)
এভাবে আপনার যেটুকু প্রয়োজন, সেই অংশটুকু ক্লিয়ার করে নিন।
*** আমরা প্রায় শেষ পর্যায়ে। আপনার কাজ শেষ। এখন আপনি যদি মনে করেন, আরও বেশি ব্লার বা ঝাপসা করবেন, তাহলে লেয়ার থাম্ব নেইলে ক্লিক করুন। (ছবিতে দেখানো হল)
এরপর filter >> blur >> gaussian blur কতটুকু ব্লার করতে চান, সেট করে দিন। ওকে করুন।
**** সেভ করুন।
কেমন লাগলো জানাতে ভুলবেন না। কেউ কোথাও আটকে গেলে জানাবেন। আমার কাজ টা ফটোশপ সি এস ৫ এ করা।
বিশেষ দ্রষ্টব্যঃ কাজটা করতে সর্বোচ্চ ২ মিনিট লাগবে। এখানে বিস্তারিত বর্ণনা দেয়ায় বেশি মনে হচ্ছে।
মারাত্মক কিছু অপটিক্যাল ইল্যুশন যার অনেক গুলোই আপনি দেখেননি
ক্লিক ক্লিক ক্লিক
আমার আমি
কন্টাক্ট লেন্স। আমার মত যারা চশমা পছন্দ করেন না, বা চশমা পরতে ভালো লাগেনা, তাদের জন্য এক বিকল্প।
এক্স ফ্যাক্টর (ছবি ব্লগ) - ভালবাসার এ টু জেড (শুধুমাত্র যাদের গার্ল ফ্রেন্ড নেই তাদের জন্য আলোকবর্তিকা)
গিফট গিফট গিফট ( যারা কি গিফট দিবেন ভেবে পাচ্ছেন না,এখান থেকে একটা দিয়ে দিন)
তোমার ছেলে আজ অনেক বড় .................... দেখে যাও তুমি মা ....................................
চরম লুলীয় কিছু ছবি (১৮+ মনে করলে ১৮+, না মনে করলে নয়, নিজ দায়িত্বে দেখবেন) পার্ট- ২