চোখ এর স্বভাব দেখতে থাকা,চোখ দু'টোকে সামলে রাখিস।
তোর আমার চোখের ভেতর,আকাশ থাকে!
পাখী হয়ে উড়তে থাকিস ইচ্ছেমতন।
একটু যদি হয় অবসাদ, বসতে পারিস।
চোখের কাছেই নদী থাকে !
নদীর কাছেই ঘাসের উপর ,একটু না হয় বসেই গেলি।
তোর হাতের মুঠোর ভিতর, জোনাক জ্বলে সন্ধ্যা হলে।
আমায় নাহয় সেই জোনাকের আলোটুকু ছুঁতে দিলি!
বুকের ভিতর যেই বুনোহাঁস,
আদর ভরে সাঁতার কাঁটে, চন্দ্রাহত সে নাকি রোজ,
বিনি সুতার মালা গাঁথে!
আমায় কেবল সেই মালাটা, পড়তে দিবি?
পথ হারানো পথিক যেমন পথের দিশা চায়।
তোর কেনো আজ হাতের মুঠোর হাত হারাবার ভয়?
কাছেই আছি, তোর কাছেই, চোখের আলোর মত,
ঘুম এলে যে স্বপ্ন আসে ,সেখানেও আমিও।
ঠোঁট এর ভাঁজে যেই আদরে সকাল জাগে তোর।
আমায় কেনো খূঁজে বেড়াস চোখে নিয়ে ঘোর?
চোখ দুটো তোর ,আমার চোখেই,ঘর বেঁধেছে কবে।
বলতে পারিস কার অপরাধ, কার বনবাস হবে
(২০১৮ বইমেলায়,পূর্বা প্রকাশনী থেকে প্রকাশিত,আমার কবিতার বই,"ভালোবাসা ফুলঝুরি থেকে"
ফেব্রুয়ারীর প্রতিদিন একটা করে কবিতা পোস্ট করার ইচ্ছা থাকলো। শুভেচ্ছা সবাইকে
খুব দুঃখিত।
জ্বর এ ভুগলাম অনেকদিন।
কবিতা পোস্ট করতে পারিনি।
১০/২/২০১৯)