পাঁজরে চিৎকার করে কে ডাকে আয় ?
চোখের ভিতরে চোখ ডাকে, অন্তরের গহীনের অন্তর ডাকে!
হাসনাহেনা ফুটেছে কি কোনখানে?
আত্মার সঙ্গী চলে গেছে বলে ,কে যেনো চলে যায় বালিয়াড়ি পথে!
সমুদ্র নেয়নি তাকে।
কবিদের অভিমান ,সমুদ্র জানেনা!
কবিরা মেহেকানন্দানদীতীরে হেঁটে বেড়ায় রেশম গুটির মত,
পৃথিবীর কারো সাধ্যি সেই শোকের মাতম করে!
জলোচ্ছাসের মত,দাবানলের মত
দানবের মত প্রচন্ড হা থেকে পালাতে থাকে ওরা
মঙ্গলম।
শুনতে পাচ্ছেন?
মঙ্গলম