রাস্তাটা শেষ হয়েছে গলির মুখে
গলিটা শেষ হয়েছে বাড়ির গেটে
কিন্তু শেষ হয়না আমাদের পথচলা।
সেই যে চলেছি
চলেছি তো চলেছিই
কোন অনাদিকালের পৃষ্ঠাংকিত কাঁদামাটির পথ হেঁটে,
মেঠোপথের ঘাসফুল মাড়িয়ে।
তারপর শহরের অলি-গলি-রাজপথ।
কিন্তু চলা তো থামেনা !
এভাবে চলেছি তুমি, আমি, আমরা সবাই।
আমাদের সঙ্গী হয়েছে বয়ে যাওয়া নদী,
বেগবান বাতাস,
অঙ্কুরিত শস্যদানা,
শ্যামল বনভূমি,
বনের পাখি,
মোনালিসার ছবি,
ফুলের গন্ধমাখা সময়ের আকুতি,
বন্ধুর দেয়া ভালবাসার অঞ্জলি,
এক ঝাঁক কবি-সাহিত্যিক-বুদ্ধিজীবী,
ভিক্ষের থালাহাতে সখিনা বিবি,
উদোম গায়ে একদল শিশু।
ওরাও সঙ্গী আমাদের পথ চলার।
সবাই মিলে ভিন্নজাতিক এক মিছিলে
মানুষ আমরা শেষহীন আকাঙ্খার প্রতিচ্ছবি।
আমাদের এ চলায় নেই কোন বিরতি।