
শিশিরবিন্দু ঘাসের ডগায় জমতে শুরু করছে, ভোরবেলার কুয়াশার চাদরে প্রকৃতি মুড়ি দিয়ে শীতের আগমনী গান গাইছে।
সময় হয়েছে ক্যামেরা হাতে নিয়ে আবার বেরিয়ে পড়ার, কাছের কোন গ্রামে।
হ্যাঁ আমাদের এবারের ভ্রমণ সাইদুল্লাহপুর গ্রামে।
সাইদুল্লাহপুর বিখ্যাত মুলত গোলাপ বাগানের কারনে। বড় বড় লাল গোলাপের চাষ হয় এখানে,সেই গোলাপ এখান থেকে চলে যায় আপনারি কোন প্রিয়জনের হাতে।
গোলাপ চাষ এবং চাষিদের জীবন খুব কাছে থেকে দেখতে পাবেন এখানে।
গোলাপ বাদে অন্যান্য ফুলের বাগানও রয়েছে অনেক।
নদী পাড় হয়ে যেতে হয় গ্রামে।
মাঝে মাঝে খুজে পাবেন জেলে এবং চাষিদের কর্মব্যস্ততা ।
একাকী স্তব্ধ দুপুর !
অতঃপর শীতের প্রড়ন্ত বিকেলের স্নিগ্ধ আলোকছটা ।
আরেকবার হারিয়ে যাওয়া প্রকৃতির নিবিড় ছায়ায়।
তো আর দেরি কেন?
দ্রুত নাম ও মোবাইল নম্বর রেজিস্ট্রশন করুন !

ভ্রমণ বৃত্তান্তঃ
৪৪ তম শুধুই বাংলা মাসিক ভ্রমণ ও ফটোওয়াক
গন্তব্যঃ সাইদুল্লাহপুর
তারিখঃ ১৮ নভেম্বর, ২০১১ (শুক্রবার)
চাঁদাঃ ২৫০
মিলিত হবার সময় ঃ সকাল ৭ঃ৩০ টা
মিলিত হবার স্থানঃ মিরপুর ১, শাহ আলী মাজারের সামনে
ম্যানেজারঃ সুমন - ০১৭১৮৪২৫৯০২
গাইডঃ সাহরুল ইসলাম - ০১৭১২৮৬০১৭৭
দ্রুত নাম ও মোবাইল নম্বর রেজিস্ট্রশন করুন এখানে :
নভেম্বর ভ্রমণ-সাইদুল্লাহপুর-গোলাপ বাগান -- Flickr
নভেম্বর ভ্রমণ-সাইদুল্লাহপুর-গোলাপ বাগান--- facebook
সর্বশেষ এডিট : ১৩ ই নভেম্বর, ২০১১ রাত ১০:৩৭