"মামনি আমার ছবি তুলে দাও।"
"না আমি কাজ করতেছি,পরে তুলে দিব"-কড়াস্বরে বললাম।
"দাও না মামনি প্লিজ"-কন্ঠস্বরে করুন আর্তি।
"ঠিক আছে টিভির পাশে লক্ষী হয়ে দাঁড়াও।"
"নাহ।এখানেই তুলে দাও।আমি রেডি।"
"ওকে"
ক্যামেরা অন করে ছবি তুলতে গিয়ে আমি তো পুরাই টাসকি।এইটুকুন পিচ্চির পোজ দেখে মনে মনে ভাবলাম হায়রে বোধহয় আমিই ক্ষ্যাত


আপনারা নিজেরাই বলেন দেখি...




