আকমল সাহেব সদা রসিক লোক, একটু ভোলা-মন বলে স্ত্রীর কাছ থেকে প্রায়ই বকা-ঝকা শুনতে হয় কিন্তু ভালোবাসার আবেদন তার কাছে চির সবুজ, সেটা বকা-ঝকাই হোক আর খুনসুটিই হোক।
কোন একদিন সন্ধ্যা বেলা আকমল সাহেব একটু ফুরফুরা মেজাজে বসে ছিলেন নিজ বাড়ির বারান্দায়, এ সময় তার মনে পড়ে গেল ভার্সিটি লাইফের সুবর্ণ সময় গুলি, যাকে ভালোবেসেছেন তাকেই বিয়ে করেছেন, কত উচ্ছলতা মাখা সেসব দিনগুলি!! ভাবতেই একটি ভালোবাসার বুদবুদ তার বুকে অনুভব করলেন। তার ইচ্ছে হলো আবার পুরনো সেসব দিনগুলোয় ফিরে যেতে।
স্ত্রী জোবায়দাকে খুব মিস করছেন তিনি, কিন্তু জোবায়দা কে ওদিকে অফিস সামলাতে হচ্ছে, আকমল সাহেব ভাবলেন জোবায়দাকে একটি এসএমএস দিয়ে চমকে দেয়া যাক, অনেকদিন তাকে কোন এসএমএস দেয়া হয় না, আগে প্রতিদিন একটা করে এসএমএস দিতেন আর এখন!
ভালোবাসার বুদবুদটা গলায় উঠে এসেছে এবার আকমল সাহেবের, মোবাইল হাতে নিয়ে বসেছেন কিন্তু কি লিখবেন ঠিক খুঁজে পাচ্ছেন না, হঠাৎ একটি লাইন পেয়ে খুব খুশি হলেন এবং জোবায়দা এসএমএসটি পেয়ে কত্ত খুশি হবে তা চিন্তা করেই তিনি পুলকিত হলেন।
" সন্ধ্যা তারাটা আজ খুঁজে পাচ্ছি না, তুমি একটু এসে খুঁজে দিবা?"
**এসএমএস সেন্ট।
১০ মিনিট পর...
**১ এসএমএস রিসিভড..
" আমি মনে করতে পারছি না ওটা কোথায়, একটু ভাল করে খুঁজে দেখো ঘরে, তোমার চোখতো থাকে আকাশে কোন কিছুই খুঁজে পাও না। আমি অফিস সামলাবো নাকি বসে বসে খুঁজবো! "


মেসেজটি পেয়ে আকমল সাহেবের গলায় জমে থাকা ভালোবাসার বুদবুদটি ঢেকুর হয়ে বাতাসে মিলিয়ে গেল...
সর্বশেষ এডিট : ০২ রা এপ্রিল, ২০১০ সকাল ১০:২৭