১৭ সেপ্টেম্বর, ২০১৪, রাত দশটা
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা স্টেট-এর ট্যামপা-বে এলাকা থেকে মায়ামীর উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলাম বিকাল সাড়ে পাঁচটার দিকে। গাড়ীতে দীর্ঘ যাত্রার পর ক্লান্ত শরীরে মায়ামী পৌঁছার পর অন-লাইনে বুক করা হোটেলটা খুঁজে নিয়ে রাতের খাবার খেয়ে সোজা বিছানায় গা এলিয়ে দিতেই গভীর ঘুমে তলিয়ে গেলাম।
১৮ সেপ্টেম্বর, ২০১৪
এবার মায়ামীতে ঘুরতে আসার মূল উদ্দেশ্যটাই ছিল সি-অ্যাকুরিয়ামটা ঘুরে দেখা। তাই খুব সকালে ঘুম থেকে উঠে সাউথ বিচের কাছে নেয়া হোটেল থেকে হেঁটে সংক্ষিপ্ত বিচ ভ্রমণ শেষ করেই যাত্রা শুরু করলাম সি-অ্যাকুরিয়াম দেখার উদ্দেশ্যে।
সি-অ্যাকুরিয়াম যাবার পথে
পৌঁছে গেছি সি-অ্যাকুরিয়াম
সি-অ্যাকুরিয়ামের ভেতরে
কাউন্টারে টিকিট কাটছি
সি-অ্যাকুরিয়ামের ভেতর থেকে দেখা মায়াবী মায়ামী শহর
সি-অ্যাকুরিয়ামের ভেতরে ঢোকার সময় বিভিন্ন প্রাণীর খেলা দেখানোর শো-টাইম আর একটা গাইড ম্যাপ সংগ্রহ করে নিয়েছিলাম। অতএব আর দেরী না করে দুপুর ১২:৪০ এর 'কিলারওয়েল অ্যাণ্ড ডলফিন' শো দেখতে ছুটলাম
'কিলারওয়েল অ্যাণ্ড ডলফিন' শো এর দর্শক গ্যালারীতে
'কিলারওয়েল অ্যাণ্ড ডলফিন' শো এর দর্শক গ্যালারীতে
'কিলারওয়েল অ্যাণ্ড ডলফিন' শো এর মূল আকর্ষণ 'ললিতা'। ললিতা হলো একটি কিলার ওয়েল, যার ওজন মাত্র ৩২০০ কেজি এবং যার দৈর্ঘ্য মাত্র ২০ ফুট। বিশালদেহী এই বুদ্ধিমান প্রাণীটি দীর্ঘ প্রায় ৪০ বছর হলো মায়ামী সি-অ্যাকুরিয়ামে বাস করছে।
নির্ধারিত সময়েই শুরু হয়ে গেল খেলা দেখানো। তাহলে চলুন, আর কথা না বাড়িয়ে ছবিতে দেখে নেই 'কিলারওয়েল অ্যাণ্ড ডলফিন' শো।
১.
২.
৩.
৪.
৫.
৬.
৭.
৮.
৯.
১০.
১১.
১২.
১৩.
১৪.
১৫.
১৬.
১৭.
১৮.
১৯.
২০.
২১.
২২.
২৩.
২৪.
২৫.
২৬.
২৭.
২৮.
২৯.
৩০.
৩১.
৩২.
এই কিলার ওয়েলটি-ই তার ট্রেইনারকে আক্রমণ করেছিল বেশ কিছুদিন পূর্বে। বিস্তারিত এই ওয়েবসাইটে পাবেন।
চলবে...
পর্ব ২
পর্ব ৩