চোখের আড়াল হয়েছ যদিও মনের আড়াল নয়,
এত যারে ভালোবাসি সে কিভাবে মনের আড়াল হয়?
মাটির গন্ধ ভরা সেই পথে বুনো ফুল ফোটে যেথা,
হাঁসের ছানারা হেঁটে যায় যেই পথ ধরে আজও সেথা;
ধীর পায়ে কেউ হাঁটে আর শুধু খুঁজে ফেরে দিনমান,
প্রিয় মুখটিকে; ব্যাকুল হৃদয়ে পেতে স্পর্শের ঘ্রাণ।
সকাল, দুপুর, বিকেল গড়িয়ে গোধূলির রঙে যবে,
চরাচরে নামে ক্লান্ত সন্ধ্যা তখনো বসে নীরবে;
উৎসুক চোখে এদিক-সেদিক চেয়ে চেয়ে ভাবে হায়!
আরাধ্য সেই অপরূপা আজ দেখা দিক নিরালায়!
এভাবে কি কেউ হারায় কখনও জানি না কেমন করে,
এত নিষ্ঠুর হয়েছিল; কেন এত দূরে গেল সরে?
দিন-মাস গেল, বছর ফুরোলো একটি ক্ষণের তরে,
ভুলতে পারিনি তার সেই মুখ হৃদয়ে রেখেছি ধরে।
শুভ্রা নামের সেই অপরূপা কোন এক শুভক্ষণে,
দিয়েছিল দেখা, বিস্ময়ে মন নেচেছিল শিহরণে!
ব্যস্ত পায়ে সে এসেছিল তাই আমাকে হঠাৎ দেখে,
লজ্জিত স্বরে উঠেছিল বলে কন্ঠে মাধুরি মেখে;
মাফ করবেন- পথ গেছি ভুলে রায় বাড়ি যাবো বলে,
সকালে হাঁটতে বেরিয়ে এতটা পথ যে এসেছি চলে।
শুনেছি এদিকে কোন এক স্থানে বিরাট দিঘিতে নাকি,
বছরের এই সময়টাতেই আবীরের মাখামাখি?
দেখাবেন আমায় সেই দিঘি, লোকে বলে শুনি ঘটা করে;
পুরো দিঘি নাকি গোলাপি রঙের শাপলায় ওঠে ভরে?
যদি চেনা থাকে সেই দিঘি তবে চলুন আমায় নিয়ে,
রায় বাড়ি আর যাবো না এখন দিঘিটাই দেখি গিয়ে।
মুগ্ধ নয়নে চেয়ে দেখেছিনু অপরূপা সেই মুখ,
সলাজ হাসিতে ভীরু চাহনি; তা দেখে ভরেছিল বুক।
ভোরের প্রথম সোনালি কিরণে লাগছিল যেন তারে,
অপ্সরা নেমে এসেছে; স্বর্গ হতে মর্ত্যের দ্বারে।
সচকিত হই হঠাৎ, এ মুখ কোথায় দেখেছি যেন;
এত পরিচিত, এতটা আপন মনে হয় তারে কেন?
বিস্ময়ে উঠি চমকে, স্বপ্নে প্রতিদিন দেখি যারে;
আমার স্বপ্নে প্রতিটি রাত্রে হানা দেয় চুপিসারে,
এ তো সেই মুখ; কপালের পাশে কাটা দাগ দেখে বুঝি,
দিনরাত যারে শয়নে-স্বপনে অবচেতনেই খুঁজি।
পৃথিবীটা যেন সেজেছিল রঙে শুধু তার আগমনে;
আহ্, সে কী রূপ! গড়েছেন বুঝি প্রভু তারে সযতনে।
বিহবল আমি তার পানে চেয়ে নির্বাক-নিশ্চুপ;
অপার্থিব এক খুশিতে চেতনা পাচ্ছিল যেন লোপ।
প্রথম দেখায় ভালোবাসা বুঝি একেই বলে; কী জানি?
শুধু জানি, মনে ছিল না সে ছাড়া স্বস্তি একটুখানি।
কত কথা আর কতনা সময় কাটিয়েছি একসাথে,
চিরতরে তার হাত দুটি ধরে রাখতে চেয়েছি হাতে।
একদিন বলে- চাইলেই কেউ পারেনা কখনও জেনো,
যাকে ভালো লাগে তার সাথে ঘর বাঁধতে; কথাটি মেনো।
আমি আজ চলে যাব চিরতরে তোমার পৃথিবী হতে,
অনেককিছুই চাইলেই পাওয়া যায় না তো এ জগতে।
ভালো থেকো তুমি, শুধু মনে রেখো হয়েছে তোমার জয়;
তোমার শুভ্রা তোমাকে কখনও ভুলবে না নিশ্চয়।
সে গিয়েছে চলে রাখতে পারিনি ধরে তাকে চিরতরে,
তার পথ চেয়ে আজও হাঁটি আমি মেঠো সে পথটি ধরে।
জানি না আবার পাবো কি না দেখা সেই সে অপরূপার,
তবুও আশায় বুক বেঁধে; শেষ হয়নি অপেক্ষার।
ইতি- অরণ্য।
উৎসর্গঃ ব্লগার 'নীল মনি'কে; যার একটি লেখার (Click This Link) অনুপ্রেরণায় এই ক্ষুদ্র প্রয়াস।
সর্বশেষ এডিট : ১৫ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:২৮