এক বৃদ্ধ ভদ্রলোক আমেরিকার নিউ জার্সিতে বাস করতেন. সে প্রতি বছরের মত এবারও তার বাগানে টমেটো চাষ করতে চেয়েছিলেন. কিন্তু এটা অনেক পরিশ্রমের কাজ ছিল তার জন্য, কারন বাগানের মাটি গুলো অনেক শক্ত ছিল.তার একমাত্র ছেলে ভিনসেন্ট, যে তাকে সবসময় সাহায্য করত ... এখন জেলে!
বয়স্ক ভদ্রলোক তার ছেলেকে একটা চিঠি লিখল...
প্রিয় ভিনসেন্ট,
আমার অনেক খারাপ লাগতেছে, মনে হচ্ছে এ বছর আমি আর টমেটো চাষ করতে পারব না. আমি বুড়ো হয়ে যাচ্ছি, বাগানের মাটি কুপিয়ে, টমেটো চাষের মত.. শক্তি... এখন আর আমার নাই. তুমি এখানে থাকলে আমার এই সমস্যা আর হত না.. তুমি প্রতিবারের মত এবারও বাগানের মাটি কুপিয়ে দিতে.. যাই হোক ভাল থেকো..
ইতি
বাবা
...
কিছুদিন পরে সে তার ছেলের কাছ থেকে একটা চিঠি পেল...
প্রিয় বাবা,
বাগানের মাটি কুপিও না...ওখানে লাশগুলো আমি পুতে রেখেছি...
ইতি
ভিনসেন্ট
...
পরেরদিন ভোর ৪টায় এফবিআই, সাথে পুলিশ নিয়ে এল, আর পুরো বাগান খুড়ে ফেলল লাশের জন্য... কিন্তু কোন লাশ পেল না!! তারা বৃদ্ধ ভদ্রলোকের কাছে ক্ষমা চেয়ে সেখান থেকে চলে গেল...
একই দিন ভদ্রলোক তার ছেলের কাছ থেকে আরেকটা চিঠি পেল...
প্রিয় বাবা,
যাও এখন, টমেটো চাষ কর. এটাই সর্বোচ্চ যা আমি এই পরিস্থিতিতে করতে পারতাম, তোমার জন্য...
ইতি
ভিনসেন্ট
.....
ইচ্ছা থাকলেই উপায় হয়...কখনও হাল ছাড়া উচিৎ নয়...
সংগৃহীত