গোপন খবরে জানা গেছে, কারাগারে হাসান সাইদ আত্মহত্যা করেছেন. সে যে মারা গেছে এটা নিশ্চিত খবর. কিন্তু কিভাবে ঘটনা ঘটল সেটা নিয়ে নানা কথা শোনা যাচ্ছে. অনেকে বলছেন অতিরিক্ত পুলিশি নির্যাতনে হার্ট ফেল করে মারা গেছেন. আবার কেউ কেউ মস্তিস্কে অতিরিক্ত রক্তক্ষরণে মারা যাওয়ার কথা বলছেন! পুলিশি নির্যাতনে এভাবে মারা যাওয়াটা কি হত্যা হিসেবে বিবেচিত হবে নাকি হাই প্রোফাইল ক্রাইম প্রিজনার হিসেবে আদালত এটাকে স্বাভাবিক হিসেবে গন্য করবে? এ নিয়ে পুলিশ মহলে চলছে নানা জল্পনা কল্পনা. তাই এ হত্যাকান্ডকে সুইসাইড বলে চালানো হচ্ছে! বলা হচ্ছে সাইদ তার প্যান্ট খুলে জানালার সাথে বেধে আত্মহত্যা করেছে. সকালে প্রহরী তার সেল এ গিয়ে তাকে বাধা অবস্থায় মৃত পায়.
বিস্তারিত:
এমন একটা নিউজ আসলে মনে হয় সবাই ঠান্ডা হইত...ভাইরা এইবার একটু থামেন. আর কত?.. সামুতে প্রতি ঘন্টায় ঘন্টায় এদের নিয়ে একটা করে পোস্ট আসে. এদের নিয়ে গল্প , উপন্যাস, কবিতাও লেখা হচ্ছে... ঘটনার বিচার হচ্ছে, রায় পর্যন্ত অপেক্ষা করেন... বিচার মনের মত না হলে আবার চিল্লাইয়েন...
রুমানা ম্যাডামের সাপোর্টারদের কাছে:
রুমানা ম্যাডাম হলেন... বাংলার ঘরে ঘরে নির্যাতিত নারীদের বিমুর্ত প্রতীক, মহিয়সী রমনী, দেশের ফুলব্রাইট সুপার স্কলার, সুর্যের আলোর মতন পাক ও পবিত্র, হাজার বছরের শ্রেষ্ঠ রমনী, সুপার ডুপার মমতাময়ী মা, সুপার ডুপার আদর্শ পত্নি, পৃথিবীর ইতিহাসে একমাত্র অন্যায় ঘটনার স্বীকার...
সাইদ হল... হাজার বছরের শ্রেষ্ঠ কুলাংগার, ইবলিসে শাহেনশা, শের এ ইবলিস, শয়তানকুল শীরমনি, বেকার, কানা, হীনমন্য, বাংলাদেশ তথা পৃথিবীর ইতিহাসের সর্ব শ্রেষ্ঠ অন্যায়কারী সাইকো, সুপার ডুপার ব্যার্থ পতি, ঘরজামাই, হারামজাদা এ হারামজাদা, এক হাতে তালি বাজানি আলা... ঘরে ঢুকে কথা নাই বার্তা নাই চোখ ২টা তুলে ফেলল!!
সুশীলরা মাইন্ড খাইয়েন না... দেশে হাজার হাজার মেয়ে রেপ করে খুন করা হয়, যৌতুকের কারনে হত্যা করা হয়, ফালানীদের মতন মেয়েদের কারন ছাড়া গুলি করে মারে... তাদের পোস্টে আপনারা কমেন্ট করেন না, হয়ত তারা এলিট শ্রেনী না কিংবা তাদের পোস্টে কমেন্ট করলে সুশীল হওয়া যায় না... চোখের সামনে দিয়ে গ্যাস পাচার হয়ে গেল সেই পোস্টে কমেন্টও করেন না, দেশের মানুষের ভবিষ্যত অন্ধকারে নিমজ্জিত হচ্ছে..সেই পোস্ট স্টিকিও হয় না...
সাইদের সাপোর্টারদের কাছে:
রুমানা ম্যাডাম হলেন: পরকীয়া কারী, সংসারের প্রতি উদাসীন, পুরুষের মানসিক নির্যাতনকারী, ডাল মে কুচ কালা হেয় ঘটনার স্বীকার...
সাইদ হল: দিনের পর দিন মানসিক নির্যাতন সহ্যকারী, রাগের মাথায় মাথা ঠান্ডা না রাখতে পারা কারী, নির্যাতন করতে গিয়ে চোখ তুলে ফেলা কারী, দিনে দিনে হীনমন্যতায় ভোগা এক আম জনতা...
আপনাদের যুক্তি অনুযায়ী, সাইদ যেটা করছে সেটা ঠিক করে নাই কিন্তু রুমানা ম্যাডামেরও হয়ত কিছু দোষ ছিল... ভিতরে যাই থাকুক কি করবেন ভাই আপনাদের কথা কেউ বিশ্বাস করবে না, হাওয়া এখন রুমানা ম্যাডামের দিকে...মানসিক নির্যাতন চোখে দেখা যায় না আর পরকীয়ার মনে হয় কোন শাস্তি আমগো দেশে আছে...
পরিশেষে...
ঘটনা যদি উল্টা হইত... সাইদের চোখ তুলে ফেললেন রুমানা ম্যাডাম! তাইলে কে হিরো হইত আর কে ভিলেইন?
ঘটনা যাই হোক, সময়ই বলে দেবে কোনটা ঠিক কোনটা ভুল... টাইম উইল সে, উই উইল সি... সেই পর্যন্ত আসেন আমরা যে যার মত নিয়ে থাকি, আমরা লেবু কচলানো বন্ধ রাখি....