নিকনেইম ফিমেল হলেও মানুষটা কোনো কোনো ক্ষেত্রে পুরুষ হয়ে থাকতে পারে। তবে, আমার টেরা ও শ্যেন চোখ চিনতে ভুল করে না।
যে কোনো নতুন ফিমেল ব্লগারের ব্লগে ঢুঁ মারা আমার প্রিয় শখ। কবিতা বেশি ভালোবাসি। পুরুষ কবিদের ব্লগে যাই না, তাঁদের কবিতা পড়ে কোনোদিন কোনো বেনিফিট পাবো না।
খুব সুন্দর! আপনি যদি নতুন ব্লগার হোন, আর এটা যদি আপনার প্রথম পোস্ট হয়, তাহলে খুব বেশি মুগ্ধ আর আপ্লুত হলাম। আপ্লুত হলাম কারণ আমরা ব্লগে আরেকজন ভালো কবি পেলাম! ... সচরাচর এমন কথাই লিখে থাকি নারী কবিদের ব্লগে প্রথম প্রবেশে।
সুন্দর নামের প্রশংসা করা আমার অভ্যাস। ...আপনার নিকটা কিন্তু দারুণ কাব্যিক। মেয়েরা নিজের রূপ আর নামের প্রশংসায় গলে যায়, অন্য যে কোনো কিছুর চেয়ে বেশি দ্রুত।
কাউকে চমকে দিই এই বলে : চমৎকার লেখনি দিয়ে যাত্রা শুরু। আপনার লেখার নিবিষ্ট পাঠক হতে চাই। লিখতে থাকুন। শুভ কামনা রইলো।
খুবই চমৎকার কবিতা। পড়ে আরাম পেলাম। ভালো থাকবেন।
ভালোলাগা প্রকাশের বিশুদ্ধ কোনো ভাষা পৃথিবীতে আজো গড়ে ওঠে নি; শুধু অনুভূতির অনুরণন থেকে এটুকু বলবো- স্নিগ্ধ পাঠ।
নির্বাক করে দিলেন, এতো চমৎকার লেখেন আপনি! কী বলে এ ভালোলাগা প্রকাশ করি! মুগ্ধতার ঘোর তৈরি করার সমস্ত যোগ্যতা আপনার আছে। মঙ্গল কামনা।
অফ টপিক : আমার একটা লেখায় আপনার মন্তব্য পেয়ে আপ্লুত হয়েছিলাম। আমার সে লেখাটি আর নেই, মৃত কবিতাদের শোকে যখন আমি ক্রন্দিত, তেমন অসহ্য একটি সময়ে আপনার এই চমৎকার লেখা খানিকটা শুশ্রূষা দিল। কৃতজ্ঞতা।
দারুন!!! চমৎকার!!! আশা করি আপনার কাছ থেকে আরো সুন্দর সুন্দর কবিতা পাবো। ব্লগে স্বাগতম।
এভাবে আমি শিকারের নেশায় ব্লগিং করতে থাকি; আর বিনয়বিগলিত মন্তব্যে নারীদের মন খুঁজতে থাকি।