৪-৫মাস আগে এক ব্লগার ১টি পোস্ট দিয়েছিল, সেকা দিবস পালন করা উপলক্ষে। ভালোবাসা দিবস থাকলে সেকা দিবস থাকবে না কেন এটা ছিল তার যুক্তি।ধরা যাক, সেকা দিবস উদযাপিত হবে। তো কি হবে সেই দিনের স্লোগান? কি করনীয় থাকবে সেকাক্ষোরদের। রাস্তায় রাস্তায় পোস্টার নিয়ে শোভাযাত্রা দেয়া যেতে পারে। সেকা খাওয়ার পর কি করনীয় তা নিয়ে বিশিষ্ট সেকাক্ষোররা নবীন সেকাক্ষোরদের উদ্দেশ্যে রকম উপদেশ দিবেন। সবচেয়ে বেশী সেকাপ্রদান কারীকে এবং সবচেয়ে বেশী সেকাহজমকারীকে পুরস্ক্ৃত করা যেতে পারে।এবার আসা যাক পোস্টারের বিষয়বস্তু নিয়ে। এরকম হতে পারে-
১। "অমি"-"আমেনা" কে উদ্দেশ্য করে- "আমেনা" তুমি ফিরে এসো, আমি কথা দিচ্ছি আমি আর তোমার কোন ছেলে বন্ধুকে সন্দেহ করবো না।তুমি চাইলে আমিও তাদের বন্ধু হবো।তবু তুমি ফিরে আসো
২। "বাচ্চু"-"মিলা" কে- "মিলা" তোমার জন্য আমি গীটারের ক্লাসে ভর্তি হয়েছি। আশা করি আর ৩ মাসের মধ্যে তোমাকে গীটার বাজিয়ে গান শুনাতে পারবো।প্লীজ এই ৩মাসের জন্য তুমি ফুয়াদের কাছে যেও না। অর সাথে তোমার যায় না।
৩।"ঘুমকন্যা"- "আনিস" কে- "আনিস" আমি সত্যি দুঃখিত তোমার সাথে কথা বলতে যেয়ে ঘুমিয়ে পরার জন্য। আমি আর খাটে শুয়ে তোমার সাথে কথা বলবো না, প্রমিজ।
৪।"রনি" - "দিয়া" কে - "দিয়া" প্লীজ ফিরে আসো।আমি তোমার সাথে শপিং এ যেতে আর অজুহাত দেখাবো না। তুমি নেলপালিশ, লিবিস্টিক আমার উপর টেস্ট করে দেখে কিনতে পারো। আমি কোন রাগারাগি করবো না।
৫।"বর্নিল" - "লিমন" কে - লিমন তুমি সব দোষ আমার উপর চাপিয়ে যেতে পারো না।তোমার বন্ধুরা আমাকে অফার দিলে আমি কি করবো।মানা করলে যদি তোমার ক্ষতি করে।তুমি কেন আমাকে তোমার চেয়ে সুন্দর সুন্দর বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দাও। যা হওয়ার হয়ে গেছে, তোমার বন্ধু আমাকে কিছু না বলে দেশের বাইরে চলে গেছে।তুমি চাইলে ফিরে আসতে পারো।
এরকম কত কিছুই না আমরা দেখতে পারবো সেকা দিবস পালিত হলে।সেকা দিবস হিসেবে ১৪ই ফেব্রুয়ারির আগের দিন ১৩ই ফেব্রুয়ারি কে পালন করা যেতে পারে।
সেই দিন আর দুরে নেই। সারা বিশ্বের সেকাখোররা এক হতে শুরু করেছে।এদের নাকি বিভিন্ন ফোরামও আছে শুনেছি। ১৪ তারিখে বের হইনা। দেখা যাক ১৩ তারিখে বের হওয়া যায় নাকি.
সর্বশেষ এডিট : ১২ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:৩৫