ভালোবাসা চলাকালে-
নারী-
চৈত্রের গরমে-
এলজি এসি,
পরীক্ষার আগে-
এ+ রেজাল্টের হাতছানি,
ঘুমের ঘোরে-
ঠোটের হাঁসি,
অমাবস্যার রাতে-
পুর্নিমার আলো,
বেকার হলে-
পকেটমানি।
ভালোবেসে চলে যাওয়ার পর-
নারী-
শীতের রাতে-
ভিজা কম্বল,
পরীক্ষার আগে-
ফেল করার উৎস,
প্রতিরাতের-
দু্স্বপ্ন,
উজ্জ্বল ক্যারিয়ারের-
ধ্বংস।
বিয়ের পর
নারী-
বাসার নস্ট এসি,
নয়েজি টেপরেক্র্ডারের ঘ্যানঘ্যানানি,
ডাক্তারকে করবে ঘরের সাথি,
বাসার ভিতরেও বাঘের গর্জন।
কবিতাটি আমার পরিচিত সকল নারীদের কে উৎসর্গ করা, যাদের আমি ভালোবাসতে চেয়েছি কিন্তু বিফল হয়েছি সময়,সুযোগ,পরিবেশ আর স্বয়ং সেইসব নারীদের অনিচ্ছার কারণে।
বিঃ দ্রঃ এটা একটা ফানিটাইপ কবিতা। প্লীজ কেউ সিরিয়াসলি নিবেন না। কাউকে হেয় করা আমার উদ্দেশ্য নয়।
সর্বশেষ এডিট : ১৬ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১২:০০