গতকাল একটা ফানি পুস্ট দিছিলাম, কিন্তু উল্লেখ করি নাই বিধায় অনেক মজা হইছে।।আজও তেমন একটি পোস্ট দিবো মজা করার জন্য।
সব বাবা-মা রাই জানেন যে, মেয়ের জন্য গ্ৃহশিক্ষক রাখলে প্রেম হওয়ার সম্ভাবনা প্রবল।কিন্তু তারপরও কিন্তু ছেলে গ্ৃহশিক্ষক এর চাহিদা কমছে না।
কেন মেয়ে গ্ৃহশিক্ষক রাখা হয় না, ছেলেদের যেমন রাখা হয়? মেয়েরা কি ছেলেদের থেকে মেধায় খারাপ? মেয়েদের কি টাকার দরকার নাই? এক মেয়ে কি আরেক মেয়েকে সহ্য করতে পারে না? এমনি নানরকম চিন্তা আমাদের মাথায় আসে।
আপনার সুচিন্তিত ফানি মতামত জানান
আমাকে কেউ বকবেন না প্লীজ।
সর্বশেষ এডিট : ২৬ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:১৯