>> প্রথমেই একটি সুসংবাদ। পোস্টার এখন প্রেসে। আগামীকাল আমারা এর ঘ্রান নিতে পারবো এবং মাথা বোঝাই করে বহনও করতে পারবো।
>> এবার টাকা পয়সা সংক্রান্ত হিসাব শেষ করি। আমাদের হাতে এখন পর্যন্ত যত টাকা জমা হয়েছে :
►ইউকেবিডি নিউজ - ১০,০০০ কপি পোস্টার। টাকার হিসেবে (২২,০০০ টাকা)
►ব্লগার নীল_পরী - ৪,০০০ টাকা
►নাম প্রকাশে অনিচ্ছুক (ব্লগার) ৩,৯০০টাকা
►নাম প্রকাশে অনিচ্ছুক ৫০০ টাকা
►রাজসোহান - ৫০০ টাকা
►কৌশিক - ১,০০০ টাকা
►রাতমজুর - ১,০০০ টাকা
►সবাক - ১,০০০ টাকা
►জীবনানন্দদাশের ছায়া - ১,০০০ টাকা
►► পোস্টারের হিসাব বাদে আমাদের হাতে আছে ১২,৯০০ টাকা।
►নাম প্রকাশে অনিচ্ছুক (পরিচিত) ব্লগারের কাছে আছে ৫,০০০ টাকা।
আগামীকাল পরিকল্পনা টীমের বৈঠক। পোস্টার ডিস্ট্রিবিউটিং নিয়ে এবং পরবর্তী পরিকল্পনা নিয়ে।
আমাদের সামাজিক আন্দোলনের পুরো বিষয়টি নিয়ে যারা জানতে চান, অর্থাৎ বিষয়টি এখনও যারা জানেন না, তারা টাইম মেশিনে চড়ে পেছন থেকে ঘুরে আসতে পারেন নির্দ্বিধায়। তো হয়ে যাক একটা ছোট্ট জার্নি...
ব্লগার আজাদ আল-আমীন এর পোস্টে ব্লগার ফিউশন ফাইভের করা ফান ম্যাগাজিন রস+আলোর রস মলাটকে পোস্টার হিসেবে ব্যবহার করার আইডিয়া দেন ব্লগার কৌশিক । তারপর সে আইডিয়া নজরে আসে ব্লগার জীবনানন্দদাশের ছায়ার । তিনি এ বিষয়ে একটি পোস্ট দেন। পরে ব্লগার রাতমজুর এর পোস্ট এর পর বিস্তারিত পোস্ট দেন সবাক । যেখানে ব্লগাররা এ বিষয়ে আলোচনা করেছেন। এবং খুব সুন্দর একটি সফলতার দিকে এগুচ্ছে পুরো বিষয়। এক পর্যায়ে একটি ফলপ্রসু বৈঠকের প্রয়োজনীয়তা অনুভব করলে ব্লগার জীবনানন্দ দাশ বৈঠক আহবান করে পোস্ট দেয়ার পর আমরা বৈঠক সম্পন্ন করি এবং এর আপডেট ব্লগে জানাই। এরপর আরো কিছু পোস্ট আসে। একই ধারাবাহিকতায় আপনি এখন যে পোস্টটি পড়ছেন, এটিই সর্বশেষ।
একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতি
একজন ব্লগার/মানুষ হিসেবে আমি কি করতে পারি?
আমাদের সাথে অংশ নিতে পারেন। টাকা দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে- যে কোনভাবে আমাদের সাথে সম্পৃক্ত হতে পারেন।
কেন সম্পৃক্ত হবো?
আমাদের নারী স্বজনদের জন্য নিরাপদ সংস্কৃতি নির্মাণে আপনার দায় শোধ করতে।
পোস্টার ছাপিয়েই সংস্কৃতি নির্মাণ করে ফেলবেন?
আমরা এখানেই বিশ্রামে যাচ্ছি না। সামনে আরো অনেক কাজ বাকি আছে বন্ধু! এর জন্যই আপনাকে আমাদের বিশেষ প্রয়োজন।
টাকা পাঠাতে চাইলে কিভাবে পাঠাবো?
এভাবে
HSBC 009-027194-001
MD. SHAHRIAR HASSAN
SWIFT : HSBCBDDH
অথবা এভাবে
MD. SHAHRIAR HASSAN
DBBL Savings
ACC: 163.101.35625
SWIFT: DBBLBDDH
► টাকা পাঠিয়ে একটি মেইল দিবেন samuantiteasefund[এট]gmail.com বরাবর।
স্বেচ্ছাসেবক হতে চাইলে?
নাম বলুন, কোথায় আছেন তা জানিয়ে দিন। বিনিময়ে আপনার করণীয় জেনে নিন।
আপনাদেরকে পরামর্শ দিতে চাইলে?
ব্লগতো আছেই। বিশেষ গোপনীয় হলে samuantiteasefund[এট]gmail.com অথবা
rakkhos[এট]yahoo.com (জীবনানন্দদাশের ছায়া)
আপনি এতো কথা বলেন কেন?
এটা আমার অভ্যাস।
কিন্তু আপনার পোস্ট নিয়ে অনেক প্রশ্ন আছে। সেটা কিভাবে করবো?
কমেন্টের ঘরে প্রাসংগিক যতো প্রশ্ন আছে, হাত পা খুলে লিখতে থাকুন।
►►ঈদ বোনাস :
আইরিন সুলতানার করা কিছু ডিজাইন
বৃত্তবন্দীর করা কিছু ইভ টিজিং বিরোধী ডিজাইন:
সবাকের করা ২টি স্টীকার