মানুষ সমাজবদ্ধ জীব/প্রাণী যাই বলা হোক না কেন মানষ সমাজবদ্ধ ভাবে বসবাস করবে সেটাই স্বাভাবিক এবং তার প্রতিবেশি থাকবে সেটাও স্বাভাবিক। প্রতিবেশির সংগে ঝগড়াঝাটি হবে মিলমিশ হবে, এসব নিয়েই বসবাস করতে হবে কিন্তু পেশীশক্তিতে বলিয়ান কোন প্রতিবেশী যদি সবসময় পেশীশক্তির ভয় দেখান প্রতিবেশীকে সেটা ভয়নক সমস্যা। যেমনটা আমরা ভারতের দিকে তাকালেই দেখতে পাই। ভারতের প্রতিবেশী এমন একটা দেশ নেই যে তার সংগে ভারতের সম্পর্ক ভালো। তারা মনে করে সবাই খারাপ শুধু ভারতই ভালো।
আসুন দেখা যাক তাদের মিডিয়া মুসলিমদের নিয়ে কী বলে।
ভারতের অভ্যন্তরে হাজারো সমস্য তারা সেটা দেখতে পায়না তারা প্রতিবেশি সমস্যা শুধুমাত্র দেখতে পায়। ভারতের বিজেপি সরকার হলো মৌলবাদী সরকার যাদের সংগে ভয়ানক কট্টর মৌলবাদী গোষ্ঠী আরএসএস, শিবসেনা, বজরং, গোরক্ষক ইত্যাদী ইত্যাদী এরা ভারতের মুসলিম জনসংখ্যা যা প্রায় ২২-২৩ শতাংশের বেশি তাদেরকে দ্বিতীয় শ্রেণির নাগরীক করার প্রাণান্তকর চেষ্টা করে যাচ্ছে উগ্রগেরুয়া গোষ্টি তারাই কিনা বলে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে! শিশু বলাৎকার কারী চিন্ময় এবং সে চিন্ময় এখন তাদের ধর্মীয় নেতা (!!) হবেই না কেন যে রাম রহিম দিন রাত মহিলা রেপ করতো সে নাকি মহা গুরু!!
ভারতে দিন-রাত সংখ্যা সংখ্যা লঘু নির্যাতন হচ্ছে। গাভী তাদের মা কিন্তু ষাড় তাদের বাবা নয় এটা তাদের বিশ্বাস তাই গরুর মাংস কেউ খেতে পারবেনা। মুসলিম বা খ্রিষ্টানরাও খেতে পারবেনা। গরুর মাংস খাওয়া, সংরক্ষন, পরিবহণ এমন কি ব্যবসায়িক কাজে গরু পরিবহন করার কারণে উগ্র হিন্দুরা দিন রাত মুসলিমদের নির্যাতন করছে, হত্যা করছে খুন করছে জেলে পুরছে এমন কী আগুনে পুড়িয়ে ভস্মিভুত করা হচ্ছে তারাই কিনা ব্লগে এসে আমাদেরকে ছবক দিচ্ছে। তারা এতোটাই উগ্র যে নিজ ধর্মে হাজারো ভাগ করে নিম্নবর্ণের হিন্দুদেরকে দিবারাত্রী জুলুম নির্যাতন করে যাচ্ছে। এরা এতোটাই উগ্র যে তথাকথিত উচ্চবর্ণে কোন ব্যবহার্য কোন কিছু যদি নিম্নবর্ণে কেউ স্পর্শ করে তার আর ক্ষমা নেই প্রাণ পর্যন্ত চলে যেতে পারে তাদের নির্যাতনে এরাই মানবতা ছবক দিচ্ছে বাংলাদেশকে!
আতঙ্কের আর এক নাম ঢাকা। মব জাস্টিসের শহর ঢাকা। বাংলাদেশে মব লিঞ্চিং হচ্ছে সেটা সারা বিশ্ব জানে! এইসব অপপ্রচার তারা চালাচ্ছে। ভিসা বন্ধ করে বাংলাদেশে শিক্ষা দিতে গিয়ে বিধিবাম এখন অন্য ফন্দি আঁটার চেষ্টা করছে কিন্ত সে চেষ্টাতেও গুড়েবালি। সর্বোপরি কথা হলো প্রতিবেশী বদলানো যায়না তাই আপনারা ভালো হোন উভয় প্রতিবেশী সুন্দরভাবে সামনে এগিয়ে চলি। ভাবুন ভাবতে থাকুন ভাবা প্রাকটিস করুন।