সিতাংশু কুমার (এসকে) সুর যিনি বাংলাদেশ ব্যাংকের ডিপুটি গভর্ণর ছিলেন। তখন ছিল আম্লিগ শাসন সুতরাং বোঝায় যাচ্ছে এই দাদার ক্ষমতার দাপট কতটা ছিল? তিনি ধরা কে সরা মনে করতেন। এমন কোন আর্থিক কেলেংকারী (ফাইনেন্সিয়াল ইনসটিটউট) নেই যে তিনি তার সংগে যুক্ত না। এক প্রশান্ত কুমার হালদারের (পি কে হালদার) ১০ হাজার কোটি টাকা পাচারের অন্যতম সহযোগী এই এসকে সুর। এস আলম, সালমান এফ রহমান, প্রশান্ত কুমার হালদারের (পি কে হালদার) এবং বড় বড় কিছু ব্যবসায়ী যারা এই দাদার পৃষ্টপোষকতায় শত শত কোটি টাকা ঋণ নিয়ে ওপারে ভেগে গিয়েছে। জামানত ছাড়া তাদেরকে ঋণ দিতে বাধ্য করেছে সিতাংশু কুমার (এসকে) সুর। কোন আর্থিক প্রতিষ্ঠান তেড়ীবেড়ী করলেই নেমে আসতো বিভিন্ন শাস্তি; তার ছিল এতো ক্ষমতা, গভর্ণরকে হিসেবেই নিতো না এই সিতাংশু কুমার (এসকে) সুর।
অনৈতিক প্রভাব খাটিয়ে সিতাংশু কুমার (এসকে) সুর তার জ্ঞাতি গোষ্টিকে বিভিন্ন প্রতিষ্ঠানের জোর করে চাকুরীতে ঢুকিয়েছেন। এছাড়াও তিনি এস আলম, সালমান এফ রহমান, প্রশান্ত কুমার হালদারের (পি কে হালদার) এবং বড় বড় কিছু ব্যবসায়ীর (যাদের সবকিছু ওপারে) কাছ থেকে নিয়েছে কোটি কোটি টাকা যা ওপারে গচ্ছিত আছে।
অবশেষে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার (এসকে) সুরকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) যা অনেক আগেই করা দরকার ছিল কিন্তু আম্লিগ তা হতে দেয়নি।
সর্বশেষ এডিট : ১৫ ই জানুয়ারি, ২০২৫ সকাল ১১:১৬