স্বাধীনতা কারে কয়
সেকি শুধুই সংবিধানের ফাঁক-ফোকরে রয়?
স্বাধীনতা মানে কি?
সেকি শুধুই একটি দেশের গণতন্ত্রের চাবি?
স্বাধীনতা কি দুপুর গড়িয়ে বিছানা ছাড়া?
গভীর রাতে বাড়ি ফেরা?
পরীক্ষাতে নকল করা?
সবার সাথে তর্ক করা?
নাকি স্বাধীনতা হলো
এরে ওরে গ্রেফতার করে লক-আপে ভরা,
পিটিয়ে-প্যাঁদিয়ে হত্যা করা,
যারে খুশি চাকুরি দেয়া, আবার
যারে খুশি ছাটাই করা,
সেশন জটে আটকে থাকা;
ছাত্রসমাজ ইউজ করে নিজের স্বার্থ হাসিল করা?
নাকি স্বাধীনতা হলো
মেধার জোরে চাকুরি পাওয়া,
সত্যের পানে ছুটে যাওয়া
পেনশনেরই টাকাটুকুন সময়মত তুলতে পারা?
স্বাধীনতা আসলে কি?
জানেন যারা তারা একটু আওয়াজ দিবেন কি?