আল্লাহ এক, একক, সর্বশক্তিমান, রিজিকদাতা ও অসীম দয়াময়। তিনিই এই বিশ্বব্রম্মান্ড সৃষ্টি করেছেন তার ইচ্ছায়, আর এই পৃথিবীতে খোদায়ী খেলাফত প্রতিষ্ঠার জন্য মানুষকে খলিফা করে পাঠিয়েছেন।
আমরা পৃথিবীতে কেউ নিজের ইচ্ছায় আসিনি। এসেছি অন্যের ইচ্ছায়। আমরা অক্সিজেন, পানি, মাটি, খাদ্যদ্রব্য, গাছপালা কেউ নিজে সৃষ্টি করিছি কি? অথচ এগুলোই আমাদের বাচিয়ে রেখেছে। কে সেই সত্তা যিনি আমাদের ছোট থেকে বড় হওয়ার তওফিক দিলেন?
'তুমি তাকাও এবং দেখ আমার সৃষ্টিতে কোন খুত আছে কি? অতপর তুমি বার বার তাকাও এবং তোমার দৃষ্টি ক্লান্ত হয়ে ফিরে আসবে।'
'তোমরা তার কোন নেয়ামতকে অবিশ্বাস করবে?'
তাই সেই সর্বশক্তিমানের ইচ্ছায় বিশ্ব তার আপন পথে চলছে, মানুষ চলছে তার আপন নিয়তিতে, প্রকৃতি তার কক্ষপথে।
যেহেতু তিনি মানুষকে খলিফা বা প্রতিনিধি করে পাঠিয়েছেন, তাই সেই খিলাফত সৃষ্টির জন্য একটা নির্দেশনা দিয়ে দিয়েছেন, তা হল আল-কুরআন। আর কতিপয় মানুষকে নমুনা হিসেবে পাঠিয়েছেন, তারা হল আম্বিয়া কেরাম।
তাই ইসলামের সর্বাত্মক অনুসরনের মাধ্যমেই মানুষের জীবনের একমাত্র কল্যান। একমাত্র সার্থকতা। একমাত্র সঠিক মন্জিল। ইসলাম থেকে দূরে সরে যাওয়ার কারনেই মানবসমাজে নানা সময়ে নানা ভাবে নানা রুপে এসেছে জাহিলিয়্যাত।