'জনপ্রিয় ধারনা' বিষয়টা বর্তমানে অবাধ তথ্য প্রবাহের যুগে একটা জটিল (গুরুত্বপূর্ন অর্থে) বিষয়। মিডিয়া, রাজনৈতিক শক্তি, প্রচলিত কুসংস্কার এসব মিলে সমাজে কিছু 'জনপ্রিয় ধারনা' বা popular concept তৈরি করে যা সুস্থ চিন্তার বিকাশে বাধা সৃষ্টি করে মাত্র।
সাধারনত রাজনৈতিক দলের কাছ থেকে একটা ধারনা পাওয়া যায়, আর তার হেজিমনিক স্তরগুলো, যেমন মিডিয়া, সাংস্কৃতিক সংগঠন, ছাত্রসমাজ, ফ্যাশন এসব সেই ধারনাকে উস্কে দেয়। বেশীর ভাগ ধারনাই অন্ধ ও অবৈজ্ঞানিক, যুক্তিহীন, ভিত্তিহীন।
আমাদের সমাজে প্রচলিত কয়েকটা জনপ্রিয় অথচ ডাহা ভুল ধারনা হল"
১) আমাদের দেশের মত সুন্দর ভূপ্রকৃতি বিশ্বে কোথাও নেই।
২) বিশ্বে আমরা মডারেট মুসলিম দেশ হিসেবে আদৃত
৩) পাকিস্তানিরা বর্বর, বাংলাদেশ বিরোধী
৪) জামায়েতে ইসলামি দলটি ক্ষমতায় গেলে বাংলাদেশের জাতীয় চিহ্ন যেমন পতাকা, সংগীত, ভাস্কর্য সব বদলে দেবে। পাকিস্তানের সাথে যুক্ত করে দেবে।
৫) জামায়েতের বড় নেতা নিজামী-সাইদি-মুজাহিদ সবাই ৭১ সালে হাজার মানুষ খুন, ধর্ষন, বাড়ি দখল করেছিলেন
৬) সারা বিশ্বে বাংলাদেশিরা পরিশ্রমি-ভালো-মেধাবী হিসেবে প্রশংসিত
৭) ভারত কখনোই বাংলাদেশের ভালো চায়না
৮) আমেরিকা সর্বদা ইসলামকে ধ্বংস করার জন্য কাজ করে যায়।
৯) ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাচ্যের অক্সফোর্ড হিসেবে সারা দুনিয়ায় বিখ্যাত
১০) মাদ্রাসা শিক্ষা দেশের ব্যাপক জঙ্গি, সমস্যা সৃষ্টি করছে।
ইত্যাদি। আরও বহু আছে। আপনারা উপরোক্ত কথা গুলো নিয়ে চিন্তা করুন ও সপক্ষে আদৌ প্রমান আছে কিনা ভেবে দেখুন।