এই দেশ মাওলানা মওদূদীরও না, জাহানারা ইমামেরও না। এই দেশ আমার।
এই দেশ আপনার, আপনার সন্তানের। প্রিয়তমা স্ত্রীর। শ্রদ্ধেয় মায়ের।
আপনি কি শতধা বিভক্ত, দারিদ্রতা-জর্জরিত বাংলাদেশ দেখতে চান ১০ বছর পরে? কেউ কেউ হয়তো চান, যারা এই বাজে সময়ের মধ্যেও নিজেদের ধনসম্পত্তি গড়ে তুলবেন।
কিন্তু অধিকাংশ মানুষই চান না। আমরা চাই উন্নত, বলিষ্ঠ, জ্ঞান-বিজ্ঞানে নেতৃত্বদানকারী, গর্বিত আমাদের মাতৃভূমি- একটি প্রিয় নাম বাংলাদেশ।
তবে কেন আমাদের মধ্যে আজ বিভক্তির অন্ধকার ছায়া?
আসুন এগিয়ে যাই আমরা ঐক্যবদ্ধ সাফল্যের দিকে।