আমরা অনেকেই শুধুমাত্র দিনে কয়েক ওয়াক্ত নামাজ, রমজানে রোযা রাখা, আজানের সময় চুপ করে থাকা আর হুজুর দেখলে সালাম দেয়া- এই কয়েকটি কাজের মধ্যে ইসলামকে সীমাবদ্ধ রাখি। কিন্তু কুরআনে বলা হয়েছে-'তোমরা কি ভেবেছ তোমরা এমনিতেই জান্নাতে প্রবেশ করতে পারবে? অথচ আল্লাহ তো এখনো পরীক্ষা করে দেখেনি কে আল্লাহর পথে জিহাদ করে ও কেইবা ধৈয্যশীল (সুরা আলইমরান ১৪২)'
তাই বালিতে মুখগুজে পড়ে থাকলে আর বিপদে আল্লাহ জিকির করলেই জান্নাত পাওয়া যাবে না। ইসলামকে পালন করতে হবে জীবনের সর্বক্ষেত্রে। ব্যাক্তিগত জীবন ছাপিয়ে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত ইসলাম প্রতিষ্ঠার জন্য চেষ্টা করতে হবে।
তাই আসুন। আমরা প্রথমে শুরু করি নিজেকে দিয়ে। ইসলামি জ্ঞানার্জন করি। কুরআন, হাদিস পড়ি, জীবনে পথ চলার দিশারীর খোজ করি। আমাদের বিশ্ববিদ্যালয় বা কলেজের পড়াশোনার সাথে যদি কুরআন-হাদিসের পাঠ্যসূচী যোগ না হয় তবে এই পড়াশোনা একজন মুসলমানের জন্য নিস্ফল।
আর চলুন ইসলামকে প্রতিষ্ঠা করি সর্বত্র। নিজের ব্যাক্তিজীবনে। অর্থনীতিতে। সংস্কৃতিতে। সামাজীকতায়। শিক্ষাক্ষেত্রে। সমাজকল্যানে।
আর এরই মাধ্যমে আমরা খুজে পাব নিজেদের অস্তিত্বের স্বার্থকতা, মানুষ হিসেবে আমাদের সৃষ্টির উদ্দেশ্য আর সেই দায়িত্ব যা জন্ম নেবার পরপরই আমাদের উপর এসে পড়েছে। আমাদের জীবন তার প্রকৃত কেন্দ্রবিন্দু বুঝে পাবে।