আমার বয়স ২৪ বছর। এখন থেকে 'ক্যারিয়ার' শব্দটা পেরেকের মতো গেথে গেছে মাথার ভেতর। গোটা সমাজ, স্বজন, বন্ধুসমাজ, পরিচিত জনের চাতকের মতো তাকিয়ে আছে আমার ক্যারিয়ারের দিকে।
বিশ্ববিদ্যালয়ে পড়লেই আমাদের সমাজ ক্যারিয়ারের স্বপ্ন বুনতে শুরু করে। ক্যারিয়ার মানে কি? বলা যায় ভাল একটা বিশ্ববিদ্যালয় থেকে বাজারমূখী একটা বিষয়ে ডিগ্রী, ভাল ডাকসাইটে প্রতিষ্ঠানে চাকুরি, অফিস, প্রোমোশন, উচু পদে চাকুরি, বিদেশ যাওয়া, সংবাদপত্রে নাম-ছবি আসা এসব হলে তার জীবনটা ক্যারিয়ারের পর্যায়ে পৌছে।
নইলে নয় কিন্তু।
ধরা যাক একটা বুয়েটের ছাত্র পাস করল। কিন্তু পরিবারের খরচ যোগাতে গিয়ে রেজাল্ট ভাল করতে পারল না এবং মোটা বেতনের চাকুরী পেল না। কারন তার বিষয়টা বাজারমূখী নয়, অথবা তার লবিং ভাল না, অথবা অন্য কোন কারনে। তাহলে তার সুপ্ত ক্যারিয়ার মরে গেল!!
আবার দেখা গেল কোন এক ছাত্র, যে সবগুলো বছর ক্লাসে প্রথম হয়েছে, তার অনার্স ফাইনাল পরীক্ষার দিন দুর্ঘটনায় হাত ভেঙ্গে গেল, প্রথম হতে পারল না। তার শিক্ষক হওয়ার ক্যারিয়ার শেষ।
অথবা একটি মেয়ে যে ভাল চাকরী করে, তার মাঝবয়সে হঠাত জামাই মারা গেল, বা বাচ্চার কঠিন অসুখ হল, অথবা সে নিজেই কোন বিপদে পড়ল। তার চাকুরী ছেড়ে দিতে হল। খুবই সম্ভাব্য দৃশ্যপট, না?
আমরা ক্যারিয়ারের স্বপ্ন দেখার সময় তরতর করে সমাজের উচুস্তরে উঠে যাওয়া মানুষগুলোর ঘটনা ভাবি, কিন্তু মনে করি না ঘটনাক্রমে থেমে যাওয়া অজস্র মানুষের আশার উপাখ্যান।
ক্যারিয়ার আসলে ইসলামের 'তকদির'!!!