আমরা সাক্ষর মানুষরা অনেক কিছু লেখি, পড়ি, দেখি। কিন্তু পৃথিবীর ৭০ ভাগ মানুষ নিরক্ষর!!! তাদের জীবনে কি কোন শিক্ষা-জ্ঞানার্জন-শেখার বিষয় নাই?
নিশ্চয় আছে। নিরক্ষররাও জ্ঞানার্জন করে, শিক্ষা পায়, অনুসন্ধান করে। জ্ঞানার্জন যে শুধু বই পড়ার মাধ্যমে হতে হবে তা কেন? নিরক্ষরতার মাধ্যমে কি জ্ঞানার্জন করা যায় না? মানুষের সাক্ষরতার ঐতিহাসিক সময়কাল তো খুবই অল্প। বিশ্বের বহু ইতিহাস খ্যাত শাসক-সেনাপতি, এমনকি কবি-গীতিকার-বিজ্ঞানী ছিলেন নিরক্ষর।
এই সাক্ষর জনগোষ্ঠী কর্তৃক নিরক্ষরদের বন্চিত করাটা মানবতার একটি ভন্ডামি। আপনারা কি বলেন?
আমি বলছি নিরক্ষরতাও একটা বিশেষ স্বভাব, একে অবমূল্যায়ন করা উচিত নয়। আসুন নিরক্ষরতের যথাযথ সম্মান দেই।