আমরা সকলে ব্যক্তিগতভাবে যতই ইসলাম পালন করি না কেন, একটা সামগ্রিক ইসলামি আন্দোলন করার জন্য ইসলামি সংগঠনের প্রয়োজন আবশ্যিক। ইসলামি কোন সংগঠন ছাড়া ইসলাম পুরোপুরি পালন করা যায় না যেমন কুরআনে বলা হয়েছে ' তোমরাই শ্রেষ্ঠ উম্মত, তোমাদের কর্তব্য হচ্ছে সত কাজের আদেশ করা, অসত কাজের নিষেধ করা এবং বিচক্ষনতার সাথে সবকিছু বিচার করা'।
ইসলামি সংগঠন নিজ নিজ ক্ষেত্রে ইসলামের শ্রেষ্টত্ব প্রমান করে নিজের মানোন্নয়ন ও একই সাথে ইসলামের প্রসারে চেষ্টা করে। বাংলাদেশে যুবসমাজের কাছে এরকম একটি সংগ্রামী সংগঠন হল বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির।
শিবির তরুন সমাজকে ইসলামি জ্ঞানার্জন ও ইসলামি জীবন যাপনে উতসাহ দেয়। শিবিরের গঠনমূলক প্রোগ্রাম, সত নেতৃত্ব গড়ে তোলার প্রচেষ্টায় আজ টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত জনগনের মধ্যে শিবির এক দ্রোহী তারুন্যের নাম, যারা আদর্শ মুসলিম সমাজ গঠনে কাজ করে যাচ্ছে।
ছাত্রদের কাছে আমার আহবান, শিবিরকে জানুন। আসুন এই কাফেলা সহযাত্রী হিসেবে। গ্রহন করুন এত নতুন অজানা দিগন্তের পথিক হবার চ্যলেন্জ। আপনার মহামূল্যবান তারুন্য ও মেধাকে দেশ ও দশের স্বার্থে কাজে লাগান।