এইযে নাড়িয়ে দুটি ঠোঁট,
কাঁদিয়ে দিলি মন,
কাঁপিয়ে দিলি হৃদ,
কিসের প্রতিশোধ?
কেনজানি' দূর্বোধ্য লাগে আমার বোধ।
এইযে ক্লান্ত রুধির ধারা,
নিত্য অশ্রু শোক,
দৃষ্টিশূন্য চোখ,
...বদল করি আয়;
ঠুনকো আঘাত, ঠুনকো প্রবোধ
কিসের হতাশায়?
হোক দুর্লভ অশ্রুকণা, অশ্রুসিক্ত চোখ।
এইযে আবার চন্দ্রাহত,
হলাম কেন বল্?
ভেঙ্গে টুটে আবার অটুট জুড়ছে মনোবল;
মানবি নাতো? জেনে রাখিস, মনে রাখিস বল।
এই দেখ্-
নড়ছে আধার, সরছে কিছু, কাঁপছে দুটি ঠোঁট-
মাঝে মাঝেই দূর্বোধ্য লাগে আমার 'বোধ'।
সর্বশেষ এডিট : ১২ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৪৬