ও চাঁদ, বিছানাটাকে গায়ে মাখাও।
স্পর্শ নাও। এলিয়ে যাও।
হুম...হাম... নিঃশ্বাসে ওঠা জোয়ার ভাটায় ক্ষুধাই মিটে, কামনা নয়।
ছুটে যাও...ছুঁয়ে যাও...গড়িয়ে যাও মোহো্নায়।
ওগো চাঁদ, নিবিড় শ্রোতা এক,
সারাদিন শোনো সূর্য থেকে, সে চলে গেলে পরে,
নিঝঝুম রাতে গল্প শোনাও অভিমানি কোনো কবিকে।
" দেখেছ কি দূরে...ক্রমে আরও দূরে...ছোট্টো ফানুস?
তাঁর (!) চে ও ধনি হলো কবে? যদিও সে নিজে জ্বলে।
জেনো, তা ক্ষনিকের। তাতে খুন পাবে এক ডেফোডিল এর।
পাবেনা দীর্ঘতা, ক্রমাগত ক্রন্দন আর্তের-আঘাতের।
হোকনা সে আলোর, আগুনেইতো সৃষ্টি।"
ও চাঁদ... আর কত কাল এই দূর চুম্বন? আমিও জানি সে অভিমান।
মহাকর্ষিও ভালবাসার একমাত্র দান, ছুডে দাও। ছুটে যাও-তার কাছে।
ধ্বংসেতে হবে মিলন মধুর। চাইনা জোছনা বৃষ্টি।