নিউ এইজ টাইপ মিউজিক শ্রোতাদের কাছে ‘কারুনেশ’ একটি পরিচিত নাম। বাস্তবে ব্রুনো রয়টার নামধারী জার্মান এ মিউজিশিয়ান শ্রোতাদের মনে দাগ কাটতে সক্ষম হয়েছেন তার সুরে এই উপমহাদেশীয় প্রভাব এবং বিভিন্ন Indian instrument এর ব্যবহারের কারণে। গ্রাফিক ডিজাইনার হিসেবে কাজ শুরু করার পরপরই এক মটরসাইকেল দুর্ঘটনা তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। মৃত্যুর মুখ থেকে ফিরে এসে আধ্যাত্মিক চেতনার পাশাপাশি তিনি আগ্রহী হয়ে ওঠেন মিউজিকের প্রতি। ১৯৭৯ তে ভারত ভ্রমনে এসে কিছুদিন এক আশ্রমে কাটান তিনি (তখনই ‘কারুনেশ’ ছদ্মনাম গ্রহন করেন)। এসময়ই হয়তো ভারতীয় মিউজিকের প্রতি কিছুটা আগ্রহী হয়ে ওঠেন তিনি। জার্মানিতে ফিরে গিয়ে ৫ বছর অনেকটা নিভৃতে জীবন কাটানোর পর বিভিন্ন রকম মিউজিকের সংমিশ্রন বা ফিউশনের ওপর কাজ শুরু করেন। ১৯৮৭ তে বের হয় তার প্রথম অ্যালবাম ‘সাউন্ডস অফ দ্যা হার্ট’ যেটা আজও নিউ এইজ মিউজিকের জগতে একটি মাইলফলক হয়ে আছে। এরপর একে একে রিলিজ পায় ‘কালারস অফ লাইট’, ‘স্কাইজ বিয়ন্ড’ সহ আরও অনেক অ্যালবাম। ২০০০ এর পরের অ্যালবামগুলোতে তার নিজস্ব গণ্ডির বাইরে এসে নতুন ধরণের মিউজিক কম্পোজ শুরু করেন তিনি (যেমন নির্ভানা ক্যাফে- যার ‘ড্যাজলড বাই দ্যা লাইট’ ট্র্যাকটি আমার কাছে কারুনেশের সেরা ট্র্যাক মনে হয়)। এগুলোও তুমুল জনপ্রিয়তা পায়। এখন পর্যন্ত কারুনেশের মোট অ্যালবামের সংখ্যা ১৯টি। এগুলোর নাম ও টরেন্ট ডাউনলোড লিঙ্ক নিচে দেয়া হল।
• 1987 Sounds of The Heart
• 1988 Colours of Light
• 1989 Sky's Beyond
• 1991 Heart Symphony
• 1992 Heart Chakra Meditation
• 1993 Beyond Body & Mind
• 1996 Secrets of Life
• 1997 Osho Chakra Sounds
• 2001 Wanderer
• 2001 Zen Breakfast
• 2002 Nirvana Cafe
• 2003 Silent Heart
• 2003 Global Spirit
• 2004 Call of the Mystic
• 2004 Beyond Heaven
• 2006 Global Village
• 2006 Joy of Life
• 2008 Enlightenment
• 2010 Path of Compassion
টরেন্ট ডাউনলোড লিঙ্কঃ Click This Link
(এখানে অবশ্য সব অ্যালবাম নাই; ১৫টা পাওয়া যাবে)