বাজেট, উন্নয়ন ও মানুষ
এই সব প্রশ্ন নিয়ে আলাপ করবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আনু মুহাম্মদ।
বাজেট তৈরির প্রক্রিয়া এবং অর্থনীতির গতিধারা বুঝতে আগ্রহী সকলে "বাজেট, উন্নয়ন ও মানুষ" শীর্ষক এই আলোচনা সভায় আমন্ত্রিত।
অনুষ্ঠানটি অনলাইনে সরাসরি সম্প্রচার হবে দৃকনিউজের ফেইসবুক পেজ থেকে।
(https://www.facebook.com/driknewsdrik)
মূল আলোচনা শেষে থাকবে প্রশ্নোত্তর পর্ব ও উন্মুক্ত আলোচনা। অনলাইনেও প্রশ্ন গ্রহণ করা হবে।
বাজেট, উনয়ন্ন ও মানুষ
১৮ জনু ২০২২, শনিবার
আলোচনা: সকাল ১১ থেকে ১২টা
প্রশ্নোত্তর ও মুক্ত আলোচনা ১২-১২.৩০টা
দৃক গ্যালারি
দৃকপাঠ ভবন, লেভেল-২
১৬শুক্রাবাদ, পান্থপথ, ঢাকা।
বাজেট, উন্নয়ন ও মানুষ
সর্বশেষ এডিট : ১৬ ই জুন, ২০২২ সন্ধ্যা ৬:৫৮