ক'দিন আগে ফেসবুক স্ট্যাটাসের সূত্র ধরে অনেকে ইনবক্স এবং কমেন্টে যুক্তি দেখিয়েছিলেন সেক্স সম্পর্কে শিখতে বা জানতে হলে পর্ণের বিকল্প নেই। শুধু তাই নয়, "এখন যৌবন চলছে, এখন পর্ণ না দেখলে কখন দেখব", "তাছাড়া বাংলাদেশের মানুষ সেক্সের ব্যাপারে এখনো অজ্ঞ। পর্ণ দেখা ছাড়া উপায় কি বলুন। আফটার অল কিছু শিখতে তো পারছি" টাইপ ইত্যাদি হাস্যকর যুক্তি দেখিয়ে পর্ণ নামের ভয়াবহ একটি ড্রাগ কে বৈধতা দেবার চেষ্টা অনেকের কাছে ডালভাতের মতই স্বাভাবিক একটা ব্যাপার।
ওদের যুক্তি কে যদি সঠিক ধরে নেই তাহলে আরেকটি প্রশ্ন মনে জাগে, পর্নের উৎপত্তি হবার আগে তাহলে মানুষ কি সেক্সুয়াল ইন্টারকোর্স করে হ্যাপি ছিলনা? যদ্দুর জানি, আগেকার মানুষগুলোর মর্দামী শক্তি এখনকার মানুষদের তুলনায় অনেক উন্নত ছিল। পর্ণ না দেখেও ওরা যখন তখন ইচ্ছেমত শারীরিক আনন্দ উপভোগ করতে পারতো, এ যুগের মানুষদের মত এত "লং লাস্টিং কনডম/স্প্রে বা ভায়াগ্রা টাইপ বটিকার ব্যবহার ওদের করতে হতনা!
এনিওয়ে, আগের কথায় ফিরে আসি।
প্রশ্ন হল, সেক্স সম্পর্কে জানতে বা শিখতে পর্ণ কেন? এসব ব্যাপারে জানতে বা শিখতে হলে ম্যাটেরিয়ালের কোনো অভাব তো এই অন্তর্জালে নেই। সেক্স এডুকেশনের উপরে অনেক লেখা, ভিডিও অন্তর্জালে খুজলেই যেখানে পাওয়া যায় সেখানে শুধু পর্ণের মধ্যেই কেন সীমাবদ্ধ থাকছে আমাদের সেক্স সম্পর্কে জানার চেষ্টা?
তাহলে কি প্রশ্নটা করতে পারিনা-আমরা কি আসলেই শেখার জন্য পর্ণ দেখছি, নাকি আমাদের গোপন লালসা কে বিকৃত উপায়ে চরিতার্থ করার চেষ্টা করছি?
এই আলোচনা আপাতত তোলা থাকুক।
অনেকে প্রশ্ন করতে পারেন, পর্ণ এবং সেক্স এডুকেশনের মধ্যে তফাৎ টা কোথায়? দুটোর মধ্যেই তো ন্যুড ছবি/এ্যাক্ট থাকে।
ভাল প্রশ্ন! আসুন পর্ণ এবং সেক্স এডুকেশনের পার্থক্য বোঝার চেষ্টা করিঃ
যারা পর্ণোগ্রাফি তৈরির সাথে জড়িত, এদের মূল উদ্দেশ্যই হল টাকা কামানো। পর্ণের মধ্যে যেসব ইনফরমেশন/ভিজ্যুয়াল এ্যাক্ট দেখানো হয়, সেগুলোর সাথে বাস্তবের কোনো মিল থাকলো কি থাকলোনা সেটা নিয়ে তাদের কোনো মাথাব্যাথা নেই। পর্ণ নির্মাতারা পর্ণের মাধ্যমে মানুষের মনের গোপন লালসা আর লিপ্সা উস্কে দিয়ে সেক্সুয়ালি স্টিম্যুলেট করে। যেমন টি টেলিভিশনের রেসলিং শো তে করা হয়ঃ "প্লীজ ডোন্ট ট্রাই দিজ এ্যাট হোম"!
পর্ণের মধ্যে ইউজড পুরুষ/মেয়ে গুলোর ফিজিক্যাল স্ট্রাকচার ও বেশিরভাগ ক্ষেত্রেই বাস্তবের থেকে আলাদা থাকে। হয় প্লাস্টিক সার্জারী নয়ত শারীরিক গঠন বা চেহারা ন্যাচারালিই সুন্দর এমন পুরুষ/মেয়ে দের দিয়েই পর্ণ তৈরি করা হয়ে থাকে। পর্ণের মধ্যে এমন কিছু দেখানো হয় যা মানুষ বাস্তবে সচরাচর দেখেনা।
পর্ণ দেখে মানুষের এমন কিছু এক্সপেরিয়েন্স হয় যার সাথে বাস্তবের যোগসূত্র টা একেবারেই কম। পর্ণোগ্রাফির মাধ্যমে ভালবাসার স্থান টি যৌনলিপ্সার কাছে রিপ্লেস হচ্ছে। তাই যারা নিয়মিত পর্ণ দেখে, তাদের কাছে 'লাভমেকিং' এর চেয়ে 'ফাকিং' টাই বেশি ইম্পর্ট্যান্ট হয়ে যায়। ফলে ওদের সেক্সুয়াল ফ্যান্টাসির পাগলা ঘোড়া টার পাগলামীর মাত্রা দিন কে দিন লাগামছাড়া হয়ে কল্পনার তেপান্তরে দিক বিদিক হন্যে হয়ে ছুটতে থাকে। এ ছোটার কোন শেষ থাকেনা।
অন্যদিকে, সেক্স এডুকেশনের মূল উদ্দেশ্য হল সেক্স সম্পর্কীত যাবতীয় জ্ঞান শেখানো। ব্যবসা বা টাকা কামানো টা এখানে মূল উদ্দেশ্য নয়। সেক্স এডুকেশনে যেসব সিনারি বা ভিডিও ব্যবহৃত হয় তা বাস্তবের সাথে সঙ্গতিপূর্ণ। মিথ্যা বা অবাস্তব সেক্সুয়াল ফ্যান্টাসির ব্যবহার এতে থাকেনা।
পর্ণের সাথে সেক্স এডুকেশনের বেসিক এবং মূল পার্থক্য টাই এখানে।
সেক্স এডুকেশন হল আক্ষরিকভাবে যা বলা হচ্ছে তাইই। এ্যাকচুয়াল এ্যাক্ট এ্যাবাউট সেক্স। মানুষের শরীর, প্রজননতন্ত্র, প্রজনন প্রক্রিয়া, যৌনতা, বিভিন্ন যৌনরোগের (এসটিডি-সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ) বিবরণ এবং সেগুলো কিভাবে আমাদের এ্যাফেক্ট করে, বার্থ কন্ট্রোল এবং এর প্রয়োজনীয়তা, বার্থ কন্ট্রোলের বিভিন্ন মেথড... সহ আরো অনেক বিষয় সেক্স এডুকেশনে শেখানো হয়।
আজকাল সেক্স এডুকেশনের মধ্যেও ভেজাল আছে। অনেকে অধিক মুনাফার আশায় বানিজ্যিকভাবে সেন্সরবিহীনভাবে সেক্স এডুকেশনের ভিডিও তৈরি করছে।
তাই খরিদ করিবার পূর্বে থুক্কু! ভেজাল সেক্স এডুকেশনের সাথে পর্ণ কে গুলিয়ে ফেলিবার পূর্বে আবারও ভাবুন!
পোস্ট বড় হয়ে যাবে তাই আপাতত এখানেই শেষ করতে হচ্ছে।
পরবর্তী পর্ব পড়তে নিচের লিঙ্কে ক্লিক করে সরাসরি পোস্টে চলে যানঃ
পর্ণঃ ভয়াবহ একটি স্লো পয়জন যা আপনাকে শারীরিক, মানসিক এবং সামাজিকভাবে তিলে তিলে শেষ করে দিচ্ছে।
সর্বশেষ এডিট : ১২ ই মে, ২০১৪ বিকাল ৫:৪১