দুঃখপ্রহরী কালপুরুষের কখনো বিকেল হয়না !
বিস্তৃত ধ্যানে ঝিঁঝিঁ পোকার নির্লিপ্ততা চোখের ভাঁজে ধরা পড়ে । অগুনিত কর্কশ সব মরা পাতার ঝাঁকে ঝাঁকে জীবনের মায়াবী সুর খুঁজে মরি ! প্রখর অন্ধত্ব কিংবা ধূসর সর্বনাশের গল্পগুলো বিদঘুটে হাসিতে মেতে থাকে অদ্ভূত অলসতায় ।
ভগ্ন রাত্রির ব্যাথাতুর ছিন্ন প্রলাপ কানে বাজে হাহাকারের সপ্তসুরে । তাই আমি নষ্ট, ভ্রষ্ট এবং অর্থহীন ! ভোরের দেখা মিললেই কেঁদে উঠে ক্লান্ত পাখির দল , ধ্যানের গভীরেই অনুভূতির সাতকাহনে ঝরাপাতার শব্দেরা ভর করে সহস্র মাইল পেরোনো ডানার ব্যাক্তিগত সংঘাতে!
তপ্ত মধ্যদুপুর অলস
বিস্তৃত সংলাপ
ক্ষয়হীন সূর্যের প্রতাপ
নিঃস্তব্ধ ঝরাপাতার বেদনা!
এখানে এখন যতটা একাকী , ততটা ক্লান্ত কালপুরুষ এক নক্ষত্র প্রলাপের সাক্ষী ! সমুদ্রের মত আকাশেরও কষ্ট থাকে । আকাশেরও কষ্ট হয় , আকাশও গর্জন করে , জোছনারাও নীল হয় , চাঁদও ভেংচি কাটে । শহরের নগ্ন ল্যাম্পপোষ্টের দল তার তিক্ত শিকার । এইসব তীক্ষ্ণ সন্ধ্যাদের ক্লান্তি মেখে রাতভর জোছনার নীলে পুড়ে হলুদাভ আলোরা !
ফিরে আসে নদীর জলে ডুবে যাওয়া, জোছনাহারা রক্তাক্ত রাত । মাঝে শুধু বিকেলেরই কেবল দেখা মেলেনা , হয়তো বিকেলের কোন আক্ষেপ নেই বলে !
মলিন রৌদ্ররা খেলা করে
ছায়া হয় , উড়ে বেড়ায়
গান গায় , বাঁশি বাজায় !
বিকেলে তার সাথে মিশে যাওয়া , রক্তে লুকিয়ে থাকা সত্য !
স্বচ্ছ নীল , মেঘদলে উড়ে সে আসে
নিয়ম মেনেই শান্ত জলে ডুব দেই
তার ঘ্রাণে মুখ লুকাই ।
বাক্সবন্দী দুঃখদের ছুটির ঘন্টা বাজাই !
আমার বিকেল
শুধুই সে
সে আসে নির্ঘুম রাতের ক্লান্তি উড়িয়ে দিতে লু হাওয়া হয়ে , ঝড়ের অগ্রভাগে প্রণয় হয়ে , ক্লান্ত ভোরে পাখিদের ডানার মেঘদূত হতে , তপ্ত দুপুরের ছায়া হতে ।
সে থাকে
নক্ষত্রবীথিতে
সে থাকে উড়ন্ত মাছের পাখনায়।
এসেছিল কোন বিকেলে
আমার মাঝরাতের জোছনার আলো হতে !
তাই বিকেলের কোন আক্ষেপ নেই , মহাজাগতিক বিষাদ প্রহরী কালপুরুষ কিংবা তার সঙ্গীদের কখনো বিকেল হবেনা !
বিকেল যে সে !
জাতির জনক কে? একক পরিচয় বনাম বহুত্বের বাস্তবতা
বাঙালি জাতির জনক কে, এই প্রশ্নটি শুনতে সোজা হলেও এর উত্তর ভীষণ জটিল। বাংলাদেশে জাতির জনক ধারণাটি খুবই গুরুত্বপূর্ণ, যেখানে একজন ব্যক্তিত্বকে জাতির প্রতিষ্ঠাতা হিসেবে মর্যাদা দেওয়া হয়। তবে পশ্চিমবঙ্গের... ...বাকিটুকু পড়ুন
আত্মপোলব্ধি......
আত্মপোলব্ধি......
একটা বয়স পর্যন্ত অনিশ্চয়তার পর মানুষ তার জীবন সম্পর্কে মোটামুটি নিশ্চিত হয়ে যায়। এই বয়সটা হল পঁয়ত্রিশ এর আশেপাশে। মানব জন্মের সবকিছু যে অর্থহীন এবং সস্তা সেটা বোঝার বয়স... ...বাকিটুকু পড়ুন
জীবন থেকে নেয়া ইলিশ মাছের কিছু স্মৃতি !
হঠাৎ ইলিশ মাছ খেতে ইচ্ছে হল । সাথে সাথে জিভে ..জল... চলে এল । তার জন্য একটু সময়ের প্রয়োজন, এই ফাঁকে আমার জীবন থেকে নেয়া ইলিশ মাছের কিছু স্মৃতি... ...বাকিটুকু পড়ুন
ট্রাম্প ক্ষমতায় আসছে এটা ১০০% নিশ্চিত। আমেরিকায় ইতিহাসে মহিলা প্রেসিডেন্ট হয়নি আর হবেও না।
আর এস এস সহ উগ্র হিন্দুদের লিখে দেওয়া কথা টুইট করেছে ট্রাম্প। হিন্দুদের ভোট-আর ইন্ডিয়ান লবিংএর জন্য ট্রাম্পের এই টুইট। যার সাথে সত্যতার কোন মিল নেই। ট্রাম্প আগেরবার ক্ষমতায়... ...বাকিটুকু পড়ুন
ট্রাম্প জিতলে কঠোর মূল্য দিতে হবে ইউসুফ সরকারকে?
ডোনাল্ড ট্রাম্পের এক মন্তব্যে বাংলাদেশের মিডিয়ায় ঝড় উঠেছে। ৫ তারিখের নির্বাচনে ট্রাম্প জিতলে আরেকবার বাংলাদেশের মিষ্টির দোকান খালি হবে।
আমি এর পক্ষে বিপক্ষে কিছু না বললেও ডায়বেটিসের রুগী হিসেবে আমি সবসময়... ...বাকিটুকু পড়ুন