ঢাকার মিরপুরে Pin Chess Power এর উদ্যোগে রেপিড স্কুল দাবা প্রতিযগিতার আয়োজন করা হয়েছে। আগ্রহী খেলয়াড়েরা আগামি ২২শে অক্টোবর'২০১২ এর মধ্যে pinchesspower@yahoo.com অথবা ফোনে 01912679305 এই নম্বরে যোগাযোগ করুন। ই মেইলে প্রতিযোগীদের নাম, ঠিকানা এবং স্কুলের নাম পাঠাতে হবে। যারা Pin Chess Power ক্লাবের সদস্য হতে আগ্রহী তারাও যোগাযোগ করতে পারেন।
প্রতিযোগিতার নিয়মাবলিঃ ৫ রাউন্ডের সুইস লিগ পদ্ধতিতে খেলা হবে। প্রত্যেক খেলোয়াড় ২০ মিনিট করে সময় পাবে। এর মধ্যে খেলা শেষ করতে হবে। কোন রাউন্ড শুরুর ১০ মিনিটের মধ্যে কোন খেলোয়াড় যদি উপস্থিত হতে না পারে তাহলে তার প্রতিপক্ষকে ঐ রাউন্ডের বিজয়ী বলে ঘোষণা করা হবে।
প্রতিযোগিতার guaranteed প্রাইজ মানি ৳৩০০০(তিন হাজার টাকা)
এন্ট্রি ফি ৳১৫০(একশত পঞ্চাশ টাকা)
তারিখ ও সময়সূচীঃ ২৬শে অক্টবর'২০১২
১ম রাউন্ডঃ সকাল ৯,০০টা
২য় রাউন্ডঃ সকাল ১০,০০টা
৩য় রাউন্ডঃ সকাল ১১,০০টা
মধ্যাহ্ন ভোজ ও নামাযের বিরতি
৪র্থ রাউন্ডঃ বিকাল ৩,০০টা
৫ম রাউন্ডঃ বিকাল ৪,০০টা
পুরস্কার বিতরণীঃ বিকাল ৫,৩০টা
ধন্যবাদান্তে Pin Chess Power
সর্বশেষ এডিট : ০৪ ঠা অক্টোবর, ২০১২ বিকাল ৩:৪২