হে মানুষ ! তুই পালাবি কোথায় ? জীবন দিবি তুই কাকে দিবি ?
বি এন পি , জামায়াত নাকি আওয়ামি লীগকে দিবি ?
ডিজিটাল দেশের সোনার ছেলে , গর্জে উঠে অশ্র পেলে ।
গণতান্ত্রিক দেশের রাজনীতির এই বেহাল অবস্থা দেখে মনে হয় গণতন্ত্রের চেয়ে রাজতন্ত্রই অনেক ভালো ।
কি পেয়েছি আমরা এই গণতন্ত্র থেকে ?
কি চায় আমাদের রাজনীতিবিদেরা ?
তাঁরা কি চায় জাতীর তাজা রক্তের বিনিময়ে তারাই প্রতিষ্ঠিত হোক এই দেশে ?
জাতির রক্তের বিনিময় তাঁরা নিজের ক্ষমতা কিনতে চায় ?
যে দেশে জীবিকার উদ্দেশ্যে ঘর থেকে বের হলে ফিরতে হয় লাশ হয়ে সে দেশকেই কি ডিজিটাল দেশ বলা হয় ?
যে দেশে রাজনীতির বিষাক্ত ছোবলে জীবন নিরাপত্তাহীণতায় ভূগছে সে দেশের ভবিষ্যত নিয়ে আপনি কি ভাবছেন ?
যারা রাজনীতির সাথে জরিত আছেন অথবা রাজনীতিকে পছন্দ করেন তাদের কাছে এই সামান্য প্রশ্ন ।
ব্লগে তো অনেক রাজনীতিবিদ আছেন । দয়া করে উত্তর দিয়েন ।