শুধু তুমিহীন।। শেখ আহমেদ ফরহাদ
*
আমি একা নই—
আমার শিয়রে গান গায়
বৃষ্টির ফোঁটা সঘন রাত্রির গহীন
আমার পায়ে পায়ে হাঁটে
প্রাণহীন ঝরা পাতা ঘুম ভাঙ্গা ভোরে,
সমস্ত দুপুর রোদ আসে জানালায়,
শার্শির ফাঁকে খেলে দামাল বাতাস
সন্ধ্যামালতির রং ওড়ায় মৌন বিকেল
গন্ধরাজ ঘ্রাণে ভরে থাকে নিঃশ্বাস
রোজ সন্ধ্যায় ঘুলঘুলির চড়ুই ফিরে
খোপে প্রিয় কবুতর ডেকে বলে আছি পাশে
পালা কুকুর আচমকা ডেকে উঠে
নিস্তব্ধতা ভাঙ্গে চারপাশ,
দেয়ালে নিশ্চল তাকিয়ে থাকে জীবনানন্দ
আর ডাকে টিকটিকি—
সব কিছু পাশে আছে- সত্যি আমি একা নই—
শুধু তুমিহীনতায় ভাঙ্গছে হৃদয় রাত্রিদিন
শুধু তুমিহীন- আমি শুধু তুমিহীন।
---------------------------
দোহা কাতার