ইচ্ছে......
ইচ্ছে......
০
ইচ্ছে করে হাঁস হতে!
হাঁস হতাম যদি—
বুকের ওম পেতে টেনে নিতো প্রিয় নিরবধি নদী;
নদীর সাথে কতোকথা,কতো প্রেম,কতো আলিঙ্গন,
ভালবেসে ঘর বানিয়ে দিত সেথা শাদা শরবন।
ইচ্ছে করে মাছ হতে!
মাছ যদি হতাম—
ঢেউয়ের সাথে নেচে নেচে সারাদিন কাটাতাম;
ঐ মুক্তোভরা নীল সাগরের উত্তাল জলের তলে
কি এক মুক্ত জীবন আমায় ডাকে যাদুমাখা ছলে।
ইচ্ছে করে চিল হতে!
হতাম যদি... বাকিটুকু পড়ুন
