আমার বাবা সরকারি চাকরী করছে, একাই বিশাল যৌথ ফ্যামিলি চালাইসে৷ যার ফলে প্রচুর ঋণ হইসে৷ কিন্তু কোনোদিন চুরি করেন নাই৷ গ্রামীন ব্যাংক থেকে বাবা ১০ হাজার টাকা ঋণ নিসিলো৷
সেই ঋণ শোধ করতে আমার নিকট আত্মীয় মাস্টার্স পাশ কে রিকশা চালাইতে হইসে রাতের ১১ টার পরে অন্ধকারে৷
আজকে ইউনুস স্যার ৭৪ এর কথা ভেবে কেঁদে দিচ্ছেন৷ কিন্তু যেই আমেরিকার অমানবিক স্যাংশনে ৭৪ হইসে তা তিনি বলেন নাই৷
বাবার চাকরী অন্য শহরে ছিলো। বাড়িতে এসে অসুস্থ হয়৷ দুই মাস অফিসে যেতে পারেন নাই বেতন ও নিতে পারে নাই৷ ওরা জানতো বেতন পেলেই সব টাকা পাবে ওরা৷
তারপরেও আমার মাস্টার্স পাশ নিকট আত্মীয় রিকশা চালাতে বাধ্য হইসে৷
এই হচ্ছে আপনার গ্রামীন ব্যাংক৷
এই জীবন এর সকল ঘাত প্রতিঘাত দেখা আছে আমার৷ ভাতের মাড় খাওয়া এলাকা বাসি ছিলাম আমরা৷ পাড়ায় পাড়ায় ভাতের মাড় ফেলতোনা কেউ৷ এখন আবার সেই যুগ আসছে৷
৫৫ টাকার চাল ইতিহাসের সেরা দাম (এখন ৮৫), এই দামে ওনাদের চোখে পানি আসেনা৷
নাটক শুধু সেক্সপিয়ার ই বানান নাই৷
এখন পৃথিবীর এই চিপায় চাপায় সব খানে নাটক হচ্ছে৷
সর্বশেষ এডিট : ১০ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৫:২২