বর্তমান আওয়ামী লীগ সরকার কি করেছে?
1. আমি যখন চোখ বন্ধ করে দেখি ঢাকা-চট্টগ্রাম হাইওয়ে দিয়ে সাঁইসাঁই 4 লেনে গাড়ি চলাচল করছে, 7 ঘন্টার পথ 4/5 ঘন্টায় এগিয়ে যাচিছ, বিদেশ থেকে ঘুরে এসে অনেকেই বিদেশে গাড়ি কেমন করে চলে সই গল্প করে, এখন থেকে বিদেশের গল্প বন্ধ করে হা করে নিজ দেশের রাস্তার দিকে তাকিয়ে থাকতে হবে তাদের।
2. রেলওয়ের ডবল লাইনে দুটো গাড়ি দুদিকে কুউউউ ঝিকঝিক.... করে ছুটে যাচ্ছে।আহা কি যে ভাল লাগছে আমার!
2. যাত্রাবাড়ির মোড়ে ঘন্টার পর ঘন্টা জ্যাম নাই, ফ্লাইওভার উপর দিয়ে গাড়িগুলো কি সুন্দর ঘন্টার পথ মিনিটে ‘ফ্লাই‘ করে চলে যাচ্ছে, কুড়িল মোড়ে জ্যামে পড়ে ঘন্টার পর ঘন্টা ঘামতে হচ্ছে না, সেখানেও গাড়ি ‘ফ্লাই‘ করে চলে যাচ্ছে। আহা! কি যে আরাম!
3. 2 ঘন্টা লোডশেডিং শেষে 30 মিনিট বিদ্যুতের আশায় না থেকে এখন হিসেব করতে হয় শেষ লোডশেডিং কখন হলো? কখন হলোরে?
4. হাতিরঝিল দেখে আমাদের মনে হয় ‘ওয়াও!! অস্ট্রেলিয়া চলে এলাম নাকি?’
5. পত্রপত্রিকার পাতায় বাংলাদেশের ফরেন রিজার্ভ সার্কের মধ্যে দ্বিতীয় দেখে গর্বে বুক দুই ইঞ্চি ফুলে যায়। নিজের পকেট ভরা টাকা থাকলে যেমন লাগে আরকি!
6. মাথা পিছু আয় হাজার ডলার ছাড়িয়েছে, বিশ্বাস হয় না? একজন লেবার প্রতিদিন 300 টাকা মুজুরির কমে পাওয়া মুসকিল। 300*30 = কত হয়? এবার সেই টাকা ডলারে রুপান্তর করুন? কি বুঝলেন? একদম শ্রমীক শ্রেনীর হিসাব দিলাম। শ্রমীকের উপরের শ্রেনীর হিসাবগুলো বসে বসে আপনিই করুন। সত্যিই আমরা পয়সাওয়ালা হয়ে যাচ্ছি, তাই না?
7. এই সরকার ক্ষমতায় যখন আসে তখন গার্মেন্টস কর্মীরা তাদের বেতন 1800 টাকা থেকে বাড়িয়ে ৩০০০ হাজার করার আন্দোলন করছিল আর এই সরকারের শেষে এসে তারা 8000 করার দাবী জানাচ্ছে, কোথা থেকে কোথায় এলো? কিছু মাথায় ঢুকছে?
8. মিরপুর থেকে সাঁইসাঁই করে শহর দেখতে দেখতে মেট্রোরেলে মতিঝিল এসে পৌছলাম। আহা! কি যে আরাম!
এটা হলো গত পাঁচ বছরের উন্নয়নের মাত্র কয়েকটি খণ্ডচিত্র। ভাবছি যদি এভাবে আরো 5টা বছর চলে তাহলে দেশটাকে কোথায় দেখব? চোখের সামনে থেকে রাজনীতির কালো পর্দা সরিয়ে একবার কল্পনা করুন তো? আমরা বাঙ্গালী জাতি উন্নয়নের উদাহরণ দিতে গিয়ে বারবার মাহাথির মোহাম্মদ এর প্রসঙ্গ টেনে আনতে ভালবাসি আর হা হুতাশ করে বলি আমাদের যদি একজন মাহাথির মোহাম্মদ থাকত!! মাহাথির আধুনিক মালয়শিয়া নির্মাণ কত বছর ক্ষমতায় থেকে করেছিলেন বলুন তো? তাহলে আসুন উইকিপিডিয়া থেকে একটু পড়ি “ডাঃ মাহাথির মোহাম্মদ (জন্ম জুলাই ১০, ১৯২৫) মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ও আধুনিক মালয়েশিয়ার স্থপতি। তিনি ১৯৮১ সালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। তার নেতৃত্বে ক্ষমতাসীন দল পর পর পাঁচবার সংসদ নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করে। তিনি এশিয়ার সবচেয়ে দীর্ঘ সময় ধরে গণতান্ত্রিক ভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন। ২০০৩ সালের ৩০শে অক্টোবর তিনি স্বেচ্ছায় প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেন।” কিছু বুঝলেন? 1981 থেকে 2003 হিসাব করুন কতদিন ক্ষমতায় ছিল? আর আমরা মাত্র পাঁচ বছরে স্বর্গে চলে যেতে চাই। বাংলাদেশকে মালয়শিয়ার মতো দেখতে চাই। একবার ভাবুন তো উন্নয়নের এই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে বাংলাদেশ কি মালয়েশিয়াকে ছাড়িয়ে যাবে না? ওহ্ হো!! আপনি তো আবার চোখের সামনে অপরাজনীতির একটা কালো পর্দা ঝুলিয়ে রেখেছেন... কষ্ট করে পর্দাটা সরিয়ে উঁকি দিলে কিন্তু বাংলাদেশকে 25 বছর পর মালয়শিয়া থেকে ভাল অবস্থায় দেখতে পেতেন।
এখন প্রশ্ন হলো আমরা কি শেখ হাসিনাকে মাহাথির মুহাম্মদ হওয়ার সুযোগ দেব? নাকি মিঃ টেন পার্সেন্টকে দিয়ে আবার একটি হাওয়া ভবন খুলব?
মনে হয় টেন পার্সেন্টকেই দেখতে চাই, তাই না? আমরা বাঙ্গালী তো, “এতো সুখ সইব কেমন করে?” আমাদের যে পাঁচ বছর পর পর চুলকায়!!
সর্বশেষ এডিট : ২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৩০