সোবাতে লন্ডন থেকে'র পোস্ট মিথ্যাবাদি হাসিনার মুখোশ উন্মোচন! (না পড়বেন তো গ্রেট মিস্ করলেন !!!) পড়ে মনে হল, আমাদের দেশ - আমাদের সরকার। প্রতিশ্রুতির উন্মাদনায়@-) , নির্বাচনী উত্তেজনার=D> বশে ক্ষমতার লোভে =P~ হয়ত বলেই ফেলেছিলেন যে, দশ টাকা কেজি দরে চাল এবং বিনামূল্যে সার দেবার কথা। ;

কিন্তু, তখন তিনি প্রার্থী ছিলেন :-h কিন্তু এখন দেশনেত্রী হয়েছেন। [-(
তাই তার অপমান আমাদের অপমান। তার লজ্জা X_X , আমাদের লজ্জা X_X
সারাদেশের মানুষ তার (মিথ্যা)কথাকে সত্য মনে করে ধোকা খেলেও আমার মনে হয় তার ভুল ঠিক করে নেবার এখনই সময়। *-

আমরা জনগন আর কি করতে পারব।

পরামর্শের অভাবে এখন তার রাঘব-বোয়াল$-) $-) মন্ত্রীদের পরামর্শ মত কথা বলতে হচ্ছে।
কথায় আছে, মন্ত্রীরা চলে রাজার কথায় আর যে দেশের কর্তা হয় রাণী সে দেশের রানী চলে মন্ত্রীদের কথায়।
আমরা যদি পরামর্শ দিতে এগিয়ে আসতাম তবে তিনিও একটু হালকা হত আর জাতিও তার প্রতি কৃতজ্ঞ থাকত। হে আল্লাহ আমাদের মাথায় বুদ্ধি দাও, জ্ঞান দাও, কি পরামর্শ দেয়া যায় তা বলে দাও [-O< [-O< ।
যাই হোক, উনি ভুল করে আবেগের বসে নির্বাচনী প্রচারণার উত্তেজনায় হয়ত বলেই ফেলেছেন, কিন্তু আমরা এখন পরামর্শ দিয়ে তার বক্তব্য সত্য করে তুলতে পারি। তাইনা?
আমি একটি প্রস্তাব আনছি,
মাননীয় দেশনেত্রী, আপনি দেশের জনগনের কথা বিবেচনা করে চালের কেজি এখন যা আছে অর্থাৎ ৩৪-৪৫ টাকা, তার মূল্য ৮-১২টাকা করে দিতে পারেন।
অনেক চিন্তা ভাবনা করে আমার মাথায় দু'টি বুদ্ধি এলো,




সুপ্রিয় দেশবাসী। আসুন আমাদের আরো সুচিন্তিত


------------------------------------------------------------------------
(বিঃদ্রঃ এ লেখার সাথে বাস্তবতার কোন মিল নাই। থাকলে স্ব-ব্যাক্তি দায়ি। সে যেই হোননা কেন)
সোবা লিংক